Rocky Aur Rani Ki Prem Kahani: মিলল সেন্সার বোর্ডের ছাড়পত্র, জেনে নিন কাদের দেখার মতো ছবিটি

Published : Jul 24, 2023, 10:56 AM IST
Rocky Aur Rani Kii Prem Kahaani Ranveer Singh

সংক্ষিপ্ত

চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। এই ছবি দিয়ে প্রায় ৭ বছর পর পরিচালনা জগতে পা রাখলেন করণ জোহর।

২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। অবশেষে সার্টিফিকেট পেল সেন্সার বোর্ডের। U/A সার্টিফিকেট পেল ছবিটি। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে।

এই ছবি দিয়ে প্রায় ৭ বছর পর পরিচালনা জগতে পা রাখলেন করণ জোহর। তাঁরই পরিচালনা ও প্রযোজনায় রূপোলি পর্দায় দেখা দেবেন আলিয়া ও রণবীর সিং। ছবির প্রথম টিজার প্রকাশ্যে আসার পর থেকে খবরে আসে ছবিটি। একের পর এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি।

জানা গিয়েছে, চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। ছবিতে দেখা যাবে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে আলিয়া ওরফে রানি। রান্ধাওয়াস পরিবারের ছেলে রণবীর সিং অর্থাৎ রকি। আলিয়া ও রণবীর একে অপরকে ভালোবাসে। কিন্তু, এই ভালোবাসা পরিণতি পাওয়া কঠিন। দুজনের পরিবার একেবার একেবারে আলাদা। পরিবারের মতের বিরুদ্ধে তারা বিয়ে করতে নারাজ। পরিবারের সকলের মন জয় করেই সম্পর্কের সূচনা করবেন বলে স্থির করেন। তবে, কীভাবে পরিবারের মন জয় করবে সেটা নিয়েই ছবিই। পরিবারের মন জয় করতে দুজনেই সিদ্ধান্ত নেন একে অপরের পরিবারের সঙ্গে থাকবেন তিন মাস। সে কারণে আলিয়া রণবীরের পরিবার ও রণবীর আলিয়ার পরিবারের সঙ্গে বসবাস শুরু করবে। শেষ পর্যন্ত তাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় কি না, তা নিয়ে তৈরি এই ছবি।

এবার এই ছবি পেল সেন্সারবোর্ডের সার্টিফিকেট। মিলল সেন্সার বোর্ডের ছাড়পত্র। U/A সার্টিফিকেট পেল ছবিটি। একেবারে ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে প্রথম জুটি বাঁধবেন আলিয়া ও রণবীর সিং। ছবিটে একাধিক রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে তাঁদের। তার একাধিক ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে এসেছে বহু ছবি। যা নজর কেড়েছে দর্শকদের। ছবিতে কভি খুশি কভি গম কিংবা কভি আলবিদা না কহে না-র মতো ছবির ঝলক আছে বলে মনে করছেন দর্শকেরা। সে যাই হোক, এখন অপেক্ষা ছবি মুক্তির। এবার শীঘ্রই আসছে ছবিটি। আগামী সপ্তাহে আলিয়া ও রণবীরের প্রেম দেখার সাক্ষী হবেন দর্শকেরা। 

 

আরও পড়ুন

Uttam Kumar: মৃত্যুবার্ষিকীতে রইল মহানায়ক অভিনীত সেরা পাঁচটি চরিত্রের কথা, দেখে নিন এক ঝলকে

RRKPK Censor: রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়! ‘ব্রা’ ‘বেহেন*দ’-এ ভর্তি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’

Uorfi Javed : গোলাপী চুলে সুইমিং পুলে অর্ধনগ্ন পোজে উরফি জাভেদ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?