ছকে বাঁধা প্রেম নয়, নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে শিরোনামে উঠে আসছেন পতৌদী-রাজপুত্র ইব্রাহিম

বলিউড ফিরে পেতে চলেছে সইফ আলি খানের চেনা মুখের আদল, কিন্তু, তার সাথে জুড়ে থাকছে এক অন্য পতৌদীর আখ্যান।

 

Web Desk - ANB | Published : Feb 23, 2023 6:40 PM / Updated: Feb 23 2023, 06:45 PM IST
112

বলি দুনিয়ায় পা রাখতে চলেছেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান।

212

কিন্তু, যেমন-কে-তেমন হিরোর সঙ্গে সুন্দরী হিরোইনের দেখা হওয়া, আর তারপর রোম্যান্স, এমনই একটা গতে বাঁধা সূচনা কি চেয়েছিলেন পতৌদী-রাজপুত্র?

312

বলি-গুঞ্জন বলছে, একেবারেই প্রচলিত ধারাবাহিকতাকে মেনে নিতে পারেননি ইব্রাহিম।

412

প্রথমবার তিনি ধরা দিচ্ছেন আসন্ন ‘সারজ়ামিন’ চলচ্চিত্রে। 

512

প্রথম পর্দায় এসেই তিনি রোম্যান্টিক হিরো নন। ধরা দেবেন এক বলিষ্ঠ সৈনিকের চরিত্রে।

612

করণ জোহরের ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত হতে চলেছে এই ‘সারজ়ামিন’ ছবিটি।

712

এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি।

812

মজার বিষয় হল ইব্রাহিমের প্রথম ছবিতে কোনও ‘লিডিং লেডি’ নেই।

912

চরিত্রটির সম্পর্কে ব্যাখ্যা করে একটি সূত্র জানিয়েছে, “সরজ়ামিন কোনও ধরাবাঁধা চেনা ছবি নয়।” 

1012

“ইব্রাহিম নিশ্চিত ছিলেন যে, তিনি প্রচলিত ছকে বাঁধা অভিষেক চান না। কারণ তিনি চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত।”

1112

 ‘সারজ়ামিন’-এ চমক লাগাতে আসছেন মালয়ালম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।

1212

তবে, এই ছবির পর্দায় দর্শকের মনের জমিতে রাজ করতে আসছেন করণ জোহরের প্রিয় তারকা, বলিউডের ‘বাবলি গার্ল’ কাজল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos