Bollywood Gossip: সৎমা করিনা কাপুরকে কী নামে ডাকেন সারা আলি খান? রইল তাদের সম্পর্কের ইতিকথা

নবাব কন্যা সারা আলি খান। আর নবাব ঘরনী করিনা কাপুর। তাদের বয়সের পাার্থক্য মাত্র ১৫। তাই স্বভাবতই প্রশ্ন ওঠে কারিনাকে কী বলে ডাকেন সারা আলি খান। সইফ আলি খানের মেয়ে সারা আলি খান নিজেই অনেকবার বলেছেন তাঁদের সম্পর্কের কথা।

 

Web Desk - ANB | Published : Feb 23, 2023 3:54 PM
110
সারা-করিনা


সারা আলি খান অমৃতা-সইফ-এর প্রথম সন্তান। করিনা কাপুরের থেকে মাত্র ১৫ বছরের ছোট।  করিনা কাপুরের যখন মাত্র ১১ বছর বয়স তখন তিনি সইফ - অমৃতের বিয়ের নিয়মন্ত্রিত অতিথি ছিলেন। আর নিজের মাত্র ১৭ বছর বয়সেই বাবা সইফকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে দেখেন সারা আলি খান
 

210
দুই স্ত্রীর সঙ্গে সইফের বয়সের ফারাক ১২ বছর


করিনা কাপুর আর সইফ আলি খানের পরিবারকে বলিউডের আধুনিক পরিবার বললে খুব একটা ভুল হবে না। বি-টাউনের গুঞ্জন সইফের দ্বিতীয়বার বিয়ের জন্য সারিয়ে দিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অমৃতা। যিনি সইফের থেকে ১২ বছরের বড় ছিলেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী করিনা সইফের থেকে আবার ঠিক ১২ বছরের ছোট। 
 

310
চার সন্তানের বাবা সইফ


বর্তমানে চার সন্তানের বাবা সইফ। তিন ছেলে আর এক মেয়ে। সারা আলি খানই বড়।  প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে সৎমা করিনা কাপুরের সম্পর্ক কেমন? মাঝে মাঝেই গুঞ্জন টিনসেল টাউন। তবে সোশ্যাল মিডিয়ার ছবি বলে তারা সুখী পরিবার। 
 

410
সারা আলি


সইফ-করিনার দুই ছেলের সঙ্গেই সারা আলি খানের সম্পর্ক দারুন। সোশ্যাল মিডিয়ায় ভাইদের কোলে নিয়ে পোজও দেন তিনি। মাঝে মাঝেই নবাব বাড়িতে আসেন। জন্মদিন বা যে কোনও অনুষ্ঠানে সারার উপস্থিতি থাকে। 
 

510
ছোটি মা করিনা


সারা করিনা কাপুরকে কী বলে ডাকেন। একাধিকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। করণ জোহরের অনুষ্ঠানে তো সারা আলি খান বলেই দিয়েছেন, তিনি যদি করিনাকে ছোটি মা বলে ডাকেন তাহলে তখনই সেরিব্রাল স্ট্রোক হয়ে মারা যাবেন করিনা। তাই তিনি ছোটি মা বলেন না। 
 

610
সারাকে সাবধান


তবে সারা আলি খান করিনা মা বলে নাও ডাকতে পারেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা সম্পর্কে কিন্তু করিনার সায় ছিল না। তা একাধিকবার সামনে এসেছিল। স্টেটাস নিয়ে সচেতন করিনা সারাকেও সাবধান করেছিলেন। তারপরই কেদারনাথ অভিনেত্রী পিছিয়ে আসেন বলেও বলিউডের গুঞ্জন। 
 

710
করিনা কাপুর


শাহিদ কাপুরে সঙ্গে সম্পর্ক ছিল করিনার। কিন্তু নিজেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। হয়ে ছিলেন নবাব ঘরনি। যা নিয়ে একটা সময় তোলপাড় হয়েছিল বলিউড। তারণ সইফ করিবার বয়সের ফারাক অনেকটাই।
 

810
অমৃতা সিং


সারা নিয়ে অমৃতা সিং কি বলেন তা অবশ্য তেমনভাবে প্রকাশ্যে আসে না। অমৃতা তাঁর নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকেন তা অবশ্য সারার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে বোঝা যায়। তবে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী সারা আলি খান। প্রিয় বান্ধবী জাহ্নবী কাপুর। দুজনে প্রায়ই বেড়াতে যান। 
 

910
সারার প্রিয় অভিনেত্রী


একটি সাক্ষাৎকারে সারা নিজেই জানিয়েছেন, শ্রীদেবী তাঁর প্রিয় অভিনেন্ত্রী। তারপরই তাঁর ভাল লাগে করিনা কাপুরকে।কভি খুশি কভি গম-এর পু চরিত্রটি তাঁর দারুন প্রিয় বলেও জানিয়েছেন। 
 

1010
করিনা বলে ডাকেন সারা

করিনা আর সারার বয়সের পার্থক্য মাত্র ১৫। করিনাকে তিনি ছোটি মা তো বলেন না। প্রশ্ন ডাকেন কি নামে। সারা নিজেই জানিয়েছেন করিনা এতটাই হট আর তরুণ- যে তাঁকে আন্ডি তিনি বলতে চান না। করিনাকে তিনি নাম ধরেই ডাকেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos