ছবিতে অভিনয়ের জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা নিয়ে থাকে অক্ষয়। তবে, এবার শোনা যাচ্ছে এর থেকে অনেক কম নিলেন। মাত্র ৩৫ কোটি টাকা নিলেন অক্ষয়।
টিজার প্রকাশ্যে আসার পর থেকে নানান কারণে খবরে রয়েছেন অক্ষয় কুমার। আসছে ‘OMG 2’। ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন অক্ষয়। ভক্তের ডাকে স্বর্গ থেকে এলেন ভগবান শিব। টিজারে দেখা যাচ্ছে, ভগবান শিব এক ভক্তের ডাকে মর্ত্য এসেছেন। ছবিতে আস্তিক কান্তি সরণ ও তাঁর পরিবারকে বিপদ থেকে উদ্ধার করতে করবেন ভগবান শিব।
ভগবান শিবের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। মাথায় জটা, গলায় রুদ্রাক্ষর মালা, কপালে তিলক- অন্যরকম সাজে দেখা গেল অক্ষয়কে। ছবির জন্য নিজের লুকেও এনেছে পরিবর্তন। তবে, জানেন কি ছবিতে অভিনয়ের জন্য খুবই অল্প পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়। তিনি ছবিতে অভিনয়ের জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা নিয়ে থাকে অক্ষয়। তবে, এবার শোনা যাচ্ছে এর থেকে অনেক কম নিলেন। মাত্র ৩৫ কোটি টাকা নিলেন অক্ষয়।
পরের পর ফ্লপ ছবি, তার কারণেই কি কমল খিলাড়ি কুমারের পারিশ্রমিক? এমনই প্রশ্ন সকলের মনে। ২০২২ সালে মুক্তি পায় অক্ষয়ের একাধিক ছবি। তালিকায় আছে বচ্চন পান্ডে, সেলফি, রাম সেতু, রাখিবন্ধ, আ অ্যাকশন হিরো-র মতো ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। আর প্রায় সব কয়টি ছবিই ফ্লপ করেছে। তবে, কি এই কারণেই কমালেন পারিশ্রমিক? এমনই প্রশ্ন সকলের মনে।
এদিকে ১১ বছর পর আসছে ওএমজি ছবির সিক্যুয়েল। OMG ছবিতে কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার সিক্যুয়েলে দেখা যাবে শিবের ভূমিকায়। তবে, ছবি মুক্তির আগেই শুরু হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি ‘OMG 2’ ছবিটি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে আপাতত স্থগিত হল ‘OMG 2’ মুক্তি। তেমনই অনেকে বলছেন, সেন্সের বোর্ড থেকে ছবিটি রিভিশন কমিটির কাছে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ১১ আগস্ট ছবি মুক্তির কথা ছিল।
যেহেতু আদিপুরুষ ছবি সেন্সর বোর্ডে ছাড়পত্র পাওয়ার পর এত বিতর্কে জড়িয়েছে সে কারণে এই ছবি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ এই ছবিতে শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। তাই অনেকেরই আন্দার ফের আঘাত আসতে পারে হিন্দু ভাবাবেগে। সে যাই হোক, এখন অপেক্ষা ছবি মুক্তির। দেখা যায় এই ছবিটি কতটা সফল হয়। আগামী ১১ অগস্ট আসছে অক্ষয় কুমার অভিনীত ‘OMG 2’ ছবিটি।
আরও পড়ুন
এই কয়টি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, দেখে নিন কী কী
Shah Rukh Khan: শুধু জওয়ান নয়, এই ১০ ছবিতেও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন বাদশা
অক্ষয় থেকে বিগ বি- দেখে নিন কোন কোন তারকা ভগবান রূপে এসেছেন বড় পর্দায়