- Home
- Entertainment
- Bollywood
- Shah Rukh Khan: শুধু জওয়ান নয়, এই ১০ ছবিতেও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন বাদশা
Shah Rukh Khan: শুধু জওয়ান নয়, এই ১০ ছবিতেও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন বাদশা
ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেন তারকারা। কেউ চরিত্র ফুটিয়ে তুলতে ওজন বৃদ্ধ করেন তো কেউ ওজন কমান। তেমনই কেউ পরিবর্তন আনেন হেয়ার স্টাইলে। আজ রইল বাদশার কথা। এই ছবিতেও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন।
| Published : Jul 13 2023, 10:52 AM IST
- FB
- TW
- Linkdin
জওয়ান
সদ্য প্রকাশ্যে এসেছে জওয়ান ছবির প্রিভিউ ভিডিও। এই ছবিতে একাধিক রূপে দেখা গিয়েছে শাহরুখকে। কখনও মুখে মাস্ক পরে দেখা গিয়েছে তাঁকে তো কখনও দেখা গিয়েছে মুখে সাদা সাদা দাঁড়ি। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বাদশা। ফলে কখনও তাঁকে বয়স্ক তো কখনও কম বয়সি ছেলের চরিত্রে দেখা দেবেন।
কুছ কুছ হোতা হ্যায়
এটি শাহরুখ খানের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি এটি। এই ছবিতে কাজল, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। ছবিতে কলেজ স্টুডেন্টের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। গলায় চেন, এক কানে দুল, চোখে সানগ্লাস পরে একেবারে ভিন্ন সাজে দেখা দেন।
জোশ
২০০০ সালে মুক্তি পায় জোশ। এটি শাহরুখ খানের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। মাথায় ফেট্টি, হাতে গ্লাভস পরে দেখা গিয়েছিল তাঁকে। অবাধ্য এক ছেলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেবার রোম্যান্টিক হিরো নয়, বরং রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছিল তাঁকে।
ডন ২
২০১১ সালে মুক্তি পায় ডন ২। এই ছবিতে দেখা গিয়েছিল বাদশাকে। ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে দেখা দেয় বাদশা। সে কারণে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন এনেছিলেন। ছবিতে বাদলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। সে সময় ব্যাপক হিট করেছিল ডন ২ ছবিটি।
পাঠান
চলতি বছরের শুরুতে মুক্তি পায় পাঠান। এই ছবির জন্য চুল বড় করেছিলেন বাদশা। সঙ্গে তাঁর সিক্স প্যাক অ্যাপে দেখা গিয়েছিল বাদশাকে। ছবির জন্য নিজের চেহারায় ও লুকে এনেছিলেন পরিবর্তন।
ম্যায় হু না
ম্যায় হু না ছবিতে একজন দেশপ্রেমীর চরিত্রে দেখা গিয়েছিল। ছবিতে একজন কলেজ ছাত্রের ছদ্মবেশে দেখা দিয়েছিলেন। এই কলেজ ছাত্রের চরিত্রে অভিনয়ের জন্য নিজের লুকে পরিবর্তন আনেন। ঢিলে ট্রাউজার, হাফ সোয়েটারা পরে এক নিরীহ ছেলের চরিত্রে দেখা দেন বাদশা।
জিরো
ছবি সেভাবে হিট করেনি ঠিকই, তবে ছবিরে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেন বাদশা। বামুনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে নিজের চেহারায় এনেছিলেন পরিবর্তন। ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বাদশা।
মহব্বতে
এটি শাহরুখ খানের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি মহব্বতে। ভায়োলিন শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। চোখে চশমা, চুল পরিপাটি করে আঁচড়ানো, পরনে ঢিলে ট্রাউজার ও শার্ট। আর ছবির অধিকাংশ দৃশ্য বিশেষ স্টাইলে নিয়েছিলেন সোয়েটার।
রব নে বানাদি জোড়ি
অনুষ্কা শর্মা এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। ছবিতে একজন মাঝ বয়সী মধ্যবিত্ত পরিবারের ছেলে চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। তাঁকে ঢিলে শার্ট ও ট্রাউজারে বারে বারে দেখা যায়। সঙ্গে গোঁফ আর পরিপাটি করে আঁচড়ানো চুল। রব নে বানাদি জোড়ি ছবিতে বাদশার লুক ছিল পুরোপুরি অন্য রকম।
রা ওয়ান
করিনা ও শাহরুখের জুটি ব্যপক সফল্য এনেছিল। এই ছবিতেও অন্যরকম সাজে দেখা যায় বাদশাকে। স্পাইক হেয়ার স্টাইল, নীল চোখে দেখা গিয়েছিল তাঁকে। এই সুপার হিরো ছবিটি পরিচালনা করেন অনুভব সিনহা। ২০১১ সালে মুক্তি পায় ছবিটি।