বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও আসছে নানান কাহিনি। বিভিন্ন নতুন নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করছেন পরিচালকেরা। এবার এই ওটিটি-র জনপ্রিয়তা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন সলমন খান।
সম্প্রতি, ৬৮-তম ফ্লিমফেয়ার প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিল ভাইজান। সেখানে এসে ওটিটি নিয়ে বিতর্কীত মন্তব্য করেন তিনি। বর্তমানে বড় পর্দা ও ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বিশাল ভাবে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে একাধিক বলিতারকা ওটিটি-তে ডেবিউ করেছেন। এই তালিকায়ে যেমন আছেন বরুণ ধাওয়ান, সারা আলি খান। তেমনই আছেন বিদ্যা বালন, সানি দেওল, সুস্মিতা সেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও আসছে নানান কাহিনি। বিভিন্ন নতুন নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করছেন পরিচালকেরা। এবার এই ওটিটি-র জনপ্রিয়তা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন সলমন খান।
বললেন, ওটিটি আসার পর সেখানে প্রচুর খোলামেলা শরীরী দৃশ্য দেখানো হচ্ছে। অনস্ক্রিন কিস করা তো খুবই সাধারণ ব্যাপার। বর্তমানে নায়ক নায়িকারা খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন। তিনি বলেন, ‘আমি ১৯৮৯ সাল থেকে বলিউডে কাজ করছি। কই আমাকে তো এই সব দৃশ্যে অভিনয় করতে হয়নি। ওটিটিতে যা দেখানো হয় তা ঠিক নয়। অবশ্যই ওটিটি-তেও সেন্সার থাকা উচিত। না হলে আজকার ১৪-১৫ বছরের ছেলে মেয়েদের বাতে মোবাইল থাকে। তারা পড়ার নাম করে ।দি এই সময় ভিডিও দেখে সেটা কি সঠিক হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি ওটিটি-তে অভিনয় করেন। খুবই ভালো কথা। আপনি একটা নগ্ন দৃশ্যে অভিনয় করলেন। এবার আপনি যখন বাড়ি ফিরছেন ততক্ষণ আপনার বাড়ির ওয়াচম্যান, লিফ্টম্যান সেই ভিডিও দেখে ফেলেছে। এটা কী আপনার ভালো লাগবে। তাই আমার মনে বয়ে ওটিটি-তে অবশ্যই সেন্সার থাকা উচিত।’
এভাবেই ওটিটি প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানান ভাইজান। এদিকে সদ্য নিতা ও মুকেশ অম্বানির সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তিনি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে পোজ দেন। তেমনই মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র তাঁর আরও একটি ছবি ভাইরাল হচ্ছে। সেখানে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য রাই বচ্চনও হাজির হয়েছিলেন। আরাধ্যা ও ঐশ্বর্যকে দেখে ভাইজানের মুখের অঙ্গভঙ্গির পরিবর্তন হয়। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে একদিকে দেখা যাচ্ছে সলমন খানকে অপর দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দেখা যাচ্ছ ঐশ্বর্য রাই বচ্চনকে। সে যাই হোক, বর্তমানে ওটিটি নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এলেন সলমন খান।
আরও পড়ুন
উরফি জাভেদ, মালাইকা অরোরা থেকে বরুণ ধাওয়ান, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়
Devlina Kumar: মণিপুরী নাচের ছন্দে অভিনেত্রী দেবলীনা কুমার, মন জয় করলেন ভক্তদের
প্রকাশ্যে এল করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু মেয়ে দেবীর প্রথম ছবি, এক ক্লিকে দেখে নিন ছবি