বিরল রোগে আক্রান্ত সামন্থা, টুইটে নিজেই জানালেন সে কথা, জেনে নিন কী সেই রোগ

Published : Oct 30, 2022, 05:36 PM IST
Samantha Ruth Prabhu

সংক্ষিপ্ত

বিরল রোগের কারণে খবরে এলেন সামান্থা রুথ প্রভু। রোগের নাম মায়োসাইটিস। শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সামন্থা। সেখানে লেখেন নিজের স্বাস্থ্যের কথা

ফের খবরে সামন্থা রুথ প্রভু। তবে কোনও নতুন ছবি বা ডান্স নিয়ে নয়। বরং, এক বিরল রোগের কারণে খবরে এলেন সামান্থা রুথ প্রভু। রোগের নাম মায়োসাইটিস। শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সামন্থা। যেখানে দেখা যাচ্ছে তার বা হাতের রক্তনালিতে রয়েছে ওষুধের নল। এই হাত নিয়ে তিনি হাত শেপ করেছেন। ছবি প্রকাশ করে নায়িকা জানান মায়োসাইটিস নামক একটি রোগ বাসা বেঁধেছে তার শরীররে। ছবি পোস্ট করে নায়িকা লেখেন, কয়েক মাস আগে একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগের নাম মায়োসাইটিস। ভেবেছিলেম সুস্থ হওয়ার পর সে কথা জানাব। কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লাগছে।

এখন প্রশ্ন হল কী এই মায়োসাইটিস রোগ। বিশেষজ্ঞদের মতে, আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরে কোনও জীবাণু সংক্রমণ হলে শরীর সেই জীবণুর সঙ্গে লড়াই করে। কিন্তু অনেক সময় এই প্রক্রিয়ায় ব্যঘাত ঘটে। তখন আমাদের দেহের কোনও অঙ্গ ভুল করে নিজের সঙ্গেই লড়াই করে। একে বলে মায়োসাইটিস রোগ। এটি এক কথায় পেশির প্রদাহ।

সে যাই হোক, বর্তমানে এই মায়োসাইটিস রোগে আক্রান্ত সামন্থা। সদ্য প্রকাশ্যে এসেছিল যশোধা-র ট্রেলার। সেখানে সামন্থার অভিনয় নজর কেড়েছে সকলের। আর তারপরই এমন খারাপ খবর পেয়ে বেশ চিন্তিত ভক্ত মহল। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানানোর আগে যশোধার ট্রেলার মুক্তি পর নায়িকা ভক্তদের উদ্দেশ্যে লেখেন- যশোধা ট্রেলারে আপনাদের প্রতিক্রিয়া অপ্রতিরোধ্য ছিল। ... তারপরই তিনি লিখেছিলেন তিনি এই বিরল রোগে আক্রান্ত। তিনি বলেছেন, ডাক্তরা নিশ্চিন্ত তিনি এই রোগের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। এতি এও লেখেন যে, তিনি ভালো ও খারাপ উভয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।

সে যাই হোক, সামন্থা সুস্থ হয়ে উঠুক তা সকলেরই কাম্য। তাঁর এই অবস্থায় সকলেই দুঃখ প্রকাশ করেছে। জানা গিয়েছে, ওষুধের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। ছবি দেখে স্পষ্ট সামন্থা চিকিৎসাধীন। সে কথা নিজেও লিখেছেন তিনি। সে যাই হোক, নায়িকা আরগ্য কামনায় এখন ব্যস্ত সকলে। তিনি যাতে দ্রুত মায়োসাইটিস নামক এই বিরল রোজ জয় করতে পারেন তার জন্য সকলেই প্রার্থনা করছেন। সকলেই কামনা করছেন সামন্থার জন্য।

 

আরও পড়ুন- কান্তারা ছবির সাফল্যের মধ্যেই সিদ্ধিবিনায়ক মন্দিরে ঋষভ শেঠি, নিলেন গণপতির আশীর্বাদ

আরও পড়ুন- মোটা মেয়ের মন থাকতে নেই? ছোট পর্দায় প্রশ্ন তুলবেন ‘সোহাগ’ অন্বেষা

আরও পড়ুন- বিদায় কলকাতা! শ্যুট শেষে প্যারামাউন্টের সরবৎ, বেলুড়ের গঙ্গা-ঘাটে প্রার্থনায় ‘চাকদা এক্সপ্রেস গার্ল’

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য