সংক্ষিপ্ত
কেন পাত্রী দেখতে এসে একুশ শতকেও নারীর বাহ্যিক রূপে ভুলবে সবাই? কেন মোটা মেয়ের পছন্দ-অপছন্দ কেউ জানতে চাইবে না!
২০১৫-য় বড় পর্দায় প্রথম বার প্রশ্ন উঠেছিল। মোটা মেয়েদের বুঝি মন থাকতে নেই? বিয়ের পর স্বামীরা কেন বিড়ম্বিত তাঁদের ভারী বৌদের নিয়ে? ওই বছর মুক্তি পাওয়া ‘দম লাগাকে হ্যায়সা’ ছবিতে ভরন্ত চেহারার ভূমি পেডনেকর যেন সমস্ত মোটা মেয়েদের প্রতিনিধি! কাট টু ২০২১। পুজোয় মুক্তি পেল মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। যৌথ পরিবারের আটচালায় ঘরোয়া গল্প। সেখানে একটি সমস্যা বাড়ির এক মেয়ের স্থূলত্ব। পর্দার ‘পিঙ্কি’ ওরফে অনন্যা সেনের পরিবার সারা ক্ষণ তাঁর ভারী চেহারা নিয়ে বেজার। সে কী পরবে আর পরবে না— সব তারা ঠিক করে দেবে! যেন তাঁর নিজের সাধ-আহ্লাদ থাকতে নেই।
সমাজের তবু টনক নড়েনি। পৃথুলাদের কথা ভুলেও কেউ ভাবেনি। এ বার তাই কালার্স বাংলা কোমর বেঁধেছে। এর আগে সংস্থা ধারাবাহিকের জন্য ‘একা বাবা’, ‘অটোওয়ালির জীবন’, ‘মেয়েদের বাড়ি’, ‘একা মা’-র মতো বিষয় বেছেছে। এ বার ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এর হাত ধরে নতুন ভাবনা, স্থূলাঙ্গিনী-কথা। যেখানে ২০১৯-এর ‘মিস প্লাজ সাইজ ইন্ডিয়া’ খেতাবজয়ী অন্বেষা চক্রবর্তী আবারও প্রশ্ন তুলবেন, মোটা মেয়েদের বুঝি মন থাকতে নেই? কেন পাত্রী দেখতে এসে একুশ শতকেও নারীর বাহ্যিক রূপে ভুলবে সবাই? কেন মোটা মেয়ের পছন্দ-অপছন্দ কেউ জানতে চাইবে না!
দিন কয়েক আগেই ধারাবাহিকের প্রথম টিজার বেরিয়েছিল। যেখানে তুলাদণ্ডে বসে পাত্র এবং পাত্রী। কে ওজনে ভারী? নিক্তিতে মেপে কোনও সম্পর্ক তৈরি হয়? এমনই প্রশ্ন রাখা হয়েছিল সেখানে। এশিয়ানেট নিউজ বাংলাকে চ্যানেলের পক্ষ থেকে বিষয়টি সবিস্তার জানানো হয়েছে। নতুন ধারাবাহিকে নতুন মুখ অন্বেষা। তিনি নিজে এই সমস্যার মুখোমুখি। তাই তাঁকেই নায়িকা হিসেবে বেছে নিয়েছে চ্যানেল। তিনি যদি ‘সোহাগ’ হন তা হলে তাঁর ‘চাঁদ’ কে? চ্যানেলের দাবি, শুধু ‘চাঁদ’ নয়, ধারাবাহিকের এখনও কোনও চরিত্রই ঠিক হয়নি। অন্বেষাকে দিয়ে আপাতত প্রথম প্রচার শ্যুট হয়েছে। বাকি কাজ এগোচ্ছে। সব ঠিক থাকলে সম্ভবত বছরের শেষে ছোট পর্দায় পছন্দের ‘চাঁদ’কে নিয়ে আসবে ‘সোহাগ’।
কোন ধারাবাহিকের জায়গা আসছে ‘সোহাগ চাঁদ’? চ্যানেল থেকে জানানো হয়েছে, সে সব নিয়ে আলোচনা চলছে। সন্ধে ৬টার নতুন স্লট আনতে পারে চ্যানেল। অথবা, চলতি ধারাবাহিকের সময়ের বদলও ঘটতে পারে। কিছুই এক্ষুণি বলা যাচ্ছে না। এই মুহূর্তে কনটেন্ট বা ধারাবাহিকের বিষয়ের উপরে জোর দিচ্ছে কালার্স বাংলা। দাবি, প্রত্যেক চ্যানেলে যদি একই বিষয় দেখানো হয় তা হলে দর্শক দেখবে কেন? স্বাভাবিক ভাবেই তার ছাপ পড়বে রেটিং চার্টে। তাই চ্যানেল ‘তুমি যে আমার মা’, ‘মৌয়ের বাড়ি’, ‘ইন্দ্রাণী’-র মতো একের পর এক ধারাবাহিক আনছে। ‘সোহাগ চাঁদ’ তালিকায় নতুন সংযোজন।
আরও পড়ুন- ‘আমার অপছন্দের কাজ করেছে অপু, বুবলী’, সরব শাকিব! মিথিলার মতে ‘অতিরিক্ত আত্মরতি’তে ভুগছে
আরও পড়ুন- ‘৩৫০-র উপর ছবি করেও গোল্ডেন শিখা পেলাম না!’, ‘দোস্তজি’ নিবেদন করে প্রসূনের পাশে প্রসেনজিৎ