বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা, সুস্থতা কামনা করলেন প্রাক্তন স্বামী নাগার ভাই অখিল

দীর্ঘদিন ধরেই বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। নিজের সোশ্যাল মিডিয়া থেকেও ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছেন সামান্থা। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সৎ ভাই অখিল অক্কিনেনি।

 

Web Desk - ANB | Published : Nov 2, 2022 9:17 AM IST / Updated: Nov 04 2022, 06:39 PM IST
110

শরীর মোটেই ভাল নেই প্যান ইন্ডিয়ার  নম্বর ওয়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। জানা গিয়েছে রোগের চিকিৎসা করাতেই আমেরিকা গিয়েছেন সামান্থা।

210


দীর্ঘদিন ধরেই বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। জানা গিয়েছে রোগের চিকিৎসা করাতেই আমেরিকা গিয়েছেন সামান্থা। সামান্থার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। 
 

310

 নিজের সোশ্যাল মিডিয়া থেকেও ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছেন সামান্থা । অভিনেত্রীর কথা শুনেই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। ইন্ডাস্ট্রির বহু তারকারাই অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সৎ ভাই অখিল অক্কিনেনি।

410

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। সামান্থার পোস্টের নীচে সুস্থতা কামনা করে অখিল লিখেছেন, প্রিয় স্যাম, তোমার জন্য় অনেক ভালবাসা ও শক্তি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সামান্থার সঙ্গে দেখা করতে যাবেন নাগা চৈতন্যর বাবা নাগার্জুনও।
 

510


দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সামান্থাকে। এছাড়াও এনটিআর জুনিয়র, দুলকের সলমন, শ্রিয়া সরণ-সহ একাধিক তারকারাই পাশে দাঁড়িয়েছেন সামান্থার। সকলেই অভিনেত্রীকে মনের জোর রাখতে বলেছেন। এবং সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

610

নিজের ইনস্টাগ্রামে বা হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেছিলেন সামান্থা। ক্যাপশনে জানান মায়োসাইটিস বিরল রোগে আক্রান্ত। শরীরে একবার এই রোগ দানা বাধলে পেশির ব্যথা হয়। যার ফলে পেশি দুর্বল হতে থাকে।

710


সামান্থা আরও জানান, তিনি যে এই মায়োসাইটিস বিরল রোগে আক্রান্ত হয়েছে সেটা মাত্র কয়েক মাস আগেই জানতে পেরেছেন। এখন ট্রিটমেন্ট চলছ। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। সকলেই তার সুস্থতা কামনা করেছেন।
 

810

সামান্থা এখন কেমন আছেন তা নিয়েই জল্পনা বাড়ছে। সামান্থার অসুস্থতার খবর শোনা মাত্রই ফ্যানেদের মন খারাপ। ভক্তরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে প্রথমসারির প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শরীর ভাল নেই সামান্থার। এবং চিকিৎসকের পরামর্শ মেনেই বাড়ি থেকে বেরোচ্ছেন না অভিনেত্রী।   
 

910

একের পর এক ছক ভেঙে  নিজেকে প্রমাণ করছেন সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান ২-এর যৌনদৃশ্য, এবং পুষ্পা-য় আইটেম গান সামান্থা শরীরী শিহরণ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েক মাস ধরেই ডিভোর্স-বিতর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। ডিভোর্সের পরও নাগা চৈতন্যর স্ত্রী হিসেবে নয়,বরং নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন সামান্থা।  ২০১৭ সালে বিয়ের আগে দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এই কাপল। এখনও এই হিট জুটিকে নিয়ে চর্চা চলেই আসছে। অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর  প্রেমে পড়েছিলেন তারপরই বিয়ে। যদি সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। 

1010

মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী  হলেন সামান্থা রুথ প্রভু। তেলেগু ছবি 'খুশি'-তে দেখা যাবে সামান্থাকে। আপাতত ছবির শুটিংও বন্ধ রেখেছেন দক্ষিণী সুন্দরী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos