চতুর্থ দিনে কমল আয়, জেনে নিন কত আয় করল রকি অউর রানি কি প্রেম কাহিনি

২৮ জুলাই মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। সোমবার কমল ছবি আয়। জেনে নিন কত আয় করল রকি অউর রানি কি প্রেম কাহিনি।

২৮ জুলাই মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। প্রায় ৭ বছর পর কোনও ছবি পরিচালনা করলেন করণ জোহর। ছবি মুক্তি পেতেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ছবিটি। একেবারে অন্যরকম প্রেমের কাহিনি নিয়ে মুক্তি পেল রকি অউর রানি কি প্রেম কাহিনি। ছবির আয়ও গড়েছে রেকর্ড।

জানা গিয়েছে, ছবির প্রথম দিনে থিয়েটার থেকে ছবিটি আয় করল ১১.১ কোটি। দ্বিতীয় দিনে আয় ১৬.০৫ কোটি। তেমনই তৃতীয় দিন অর্থাৎ রবিবার বেড়েছে ছবির আয়। প্রায় ১৯ কোটিক মতো আয় করেছিল ছবিটি। সব মিলিয়ে এক সপ্তাহে আয় ৪৬ কোটি। যা আশার আলো জাগিয়েছে পরিচালক ও প্রযোজকের মনে। এর পরই ঘটল বিপত্তি। সোমবার কমল ছবি আয়। সোমবার মাত্র ৭.৫০ কোটি আয় করলে রকি অউর রানি কি প্রেম কাহিনি।

Latest Videos

এই ছবিতে অভিনয় করেছেন একাধিক হেভিওয়েট তারকা। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে। চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে মুক্তি পায় ছবিটি। একেবারে নিপাট প্রেমের কাহিনি রয়েছে ছবি জুড়ে। এক বাঙালি মেয়ের প্রেমে পড়ে রান্ধাওয়াস পরিবারের ছেলে রকি। তবে, দুজনের কালচার পুরো আলাদা। ফলে এতে অপরের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া তেমন কঠিন কথা নয়। আর দুই পরিবারের কেউই বিয়েতে রাজি নয়। আবার তারাও পরিবারের অমতে যেতে চান না। সে কারণে আলিয়া ও রণবীর সিদ্ধান্ত নেন একে অপরের মন জয় করবে। তারা কীভাবে দুই পরিবারের মন জয় করবে তা নিয়ে ছবিটি। ছবিতে দেখা যাবে, একে অপরের পরিবারের মন জয় করতে তাদের সঙ্গে থাকা শুরু করবে। আলিয়া যাবে রণবীরের পরিবারে। আর রণবীর আসবে আলিয়ার পরিবারে। তারা এই দুই পরিবারের মন জয় করতে পারে কি না তা নিয়ে তৈরি রকি অউর রানি কি প্রেম কাহিনি।

ছবিতে সকল তারকার অসাধারণ অভিনয় নজর কেড়ছে সকলের। রকি ও রানির চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তারা। তেমনই বাকি সকল তারকা প্রমাণ দিয়েছেন তাদের অভিনয় দক্ষতার। তবে, এত কিছুর পর কেমন চতুর্থ দিনে কমল ছবির আয় তা নিয়ে চিন্তিত পরিচালক থেকে প্রযোজক সকলে।

 

 

আরও পড়ুন

Nusrat Jahan: ২০ কোটি টাকার প্রতারণা অভিযোগ উঠল নুসরতের বিরুদ্ধে, ফ্ল্যাট দেওয়ার মানে টাকা নিলেন নায়িকা

OMG 2: ২৫টি দৃশ্য পরিবর্তনের পরই মিলবে সার্টিফিকেট, ‘এ’ ছাড়পত্র নিয়ে মুক্তি পাবে ‘ওএমজি ২’

কারও নতুন প্রেম তো কারও বিচ্ছেদ, দেখে নিন গোটা জুলাই জুড়ে খবরে ছিলেন কোন কোন তারকা

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral