- Home
- Entertainment
- Bengali Cinema
- Madhumita: ছবিতে স্পষ্ট নায়িকার বক্ষ বিভাজন, কালো পোশাকে ভাইরাল মধুমিতার হট লুক
Madhumita: ছবিতে স্পষ্ট নায়িকার বক্ষ বিভাজন, কালো পোশাকে ভাইরাল মধুমিতার হট লুক
- FB
- TW
- Linkdin
সদ্য কালো রঙের পোশাকে দেখা গেল টলি নায়িকা মধুমিতা সরকারকে। কালো পোশাকে হট ফোটোশ্যুট করালেন নায়িকা। যা নজর কাড়ল সকলের। মধুমিতার এমন বোল্ড লুকে মুগ্ধ হয়েছেন সকলে। তেমনই ঘুম উড়েছে নেট জনতার।
মধুমিতার পোস্ট করা ছবিতে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে। যে পোশাকে স্পষ্ট তার বক্ষ বিভাজন। ডিপ কাট অফ শোল্ডার টপ পরেছেন মধুমিতা। ছবিটি ক্লোজ শর্ট নিয়েছেন। সে কারণে পুরো পোশাক দেখা যাচ্ছে না।
সদ্য নিজের তিনটি ছবি পোস্ট করেছেন টলি নায়িকা মধুমিতা সরকার। সব ছবিতেই একই পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর আকর্ষণীয় চাহনি নজর কেড়েছে সকলের। ছবি পোস্ট করা মাত্রই তাতে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
তবে, এই প্রথম নয়। এর আগেও বহুবার হট ফোটোশ্যুটের কারণে খবরে এসেছেন মধুমিতা। তাঁর আকর্ষণীয় চেহারা সব সময়ই মুগ্ধ করে সকলকে। বিভিন্ন ধরনের সাজে প্রায়শই দেখা দেন নায়িকা। যা ঘুম কাড়ে দর্শকদের।
হট ফোটোশ্যুট করানোর যেন একটা ট্রেন্ড চলছে। প্রায়শই বোল্ড ছবিতে দেখা যায় মধুমিতাকে। তেমনই বোল্ড ছবি তুলে প্রায়শই খবরে আসেন ঋতাভরী, কৌশানীর মতো তারকারা। তাঁরা প্রায়শই নানান ধরনের পোশাকে ফোটোশ্যুট করিয়ে থাকেন।
এবারও এমন বোল্ড ফোটোশ্যুট করিয়ে খবরে এলেন মধুমিতা। এরা আগেও যদিও কালো পোশাকে মধুমিতাকে দেখা গিয়েছে। কদিন আগে সিলভার সিক্যুয়েন্সের কাজ করা শর্ট ড্রেসে দেখা গিয়েছে মধুমিতাকে।
তেমনই কখনও ভাইরাল হয় তাঁর শাড়ি লুক। মাঝে সবুজ রঙের শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। এর সঙ্গে নাকে পরেছিলেন নথ। মধুমিতা সেবার হট লুকে শাড়িতে ধরা দিয়েছিলেন।
তেমনই একবার আয়নার সঙ্গে বিশেষ ফোটোশ্যুট করেছিলেন। আয়নার সামবে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন নায়িকা। যা মুহূর্তে হয়েছিল ভাইরাল। সেবারও পরেছিলেন কালো রঙের পোশাক। হট পোশাকে দেখা গিয়েছিল তাঁকে।
ফের আবার খবরে এলেন নায়িকা। কালো রঙের পোশাকে ভাইরাল হল মধুমিতার নতুন লুক। কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে দেখা গেল মধুমিতা। এদিকে সদ্য মুক্তি পেল চিনি ২।‘চিনি ২’ ছবি ছবিতে থাকছেন মধুমিতা, অপারিজাত আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও পিঙ্কি বন্ধ্যোপাধ্যায়।
মহিলাদের বৈচিত্রময় জীবনের কাহিনি নিয়ে মুক্তি পেল ‘চিনি ২’। চিনি পরিচালনা করেছে মৈনাক ভৌমিক। ছিলেন সঙ্গীত পরিচালক মৈনাক মজুমদার। সে যাই হোক, বর্তমানে কাজ নিয়েও বেশ ব্যস্ত আছেন মধুমিতা।