একসঙ্গে পার করলেন পঞ্চাশটা বছর। হাফ সেঞ্চুরি হল দাম্পত্য জীবনের। ৩ জুন দুই তারকা চার হাত এক হয়েছিল। সালটা ছিল ১৯৭৩। জীবনের নানান চড়াই উৎরাই পার করে কেটে গেল এতগুলো বছর। আজ পালন করছেন বিবাহ বার্ষিকী।
210
বলিউড তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৩ জুন ১৯৭৩ সালে সাত পাকে বাঁধা পড়েন। আজ শনিবার পালিত হচ্ছে ৫০ তম বিবাহ বার্ষিকী। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রথম সাক্ষাৎ ‘গুড্ডির’ সেটে। ছবিটি জয়া বচ্চনের কেরিয়ারে অন্যতম সেরা ছবি ছিল।
310
গুড্ডি ছবির সেটে প্রথম আলাপ হলেও এই ছবিতে অমিতাভ কাজ করেননি। তবে, শুরু হয়েছিল তাঁদের প্রেম। প্রথমে আলাপ তা থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পেতে বেশি সময় নেয়নি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তারপর সাত পাতে বাঁধা পড়েন জয়া ও অমিতাভ।
410
দীর্ঘদিন ধরে এক সঙ্গেই আছেন এই তারকা দম্পতি। বিয়ের আগে রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়। অনেকেই বলেন দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রেখা ও অমিতাভ। কিন্তু, তাদের মাঝে আসেন জয়া। সে কারণে দুজনের প্রেম ভাঙে। পরে জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ বচ্চন।
510
৫০ বছর দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন। জয়া ও অমিতাভের প্রেম এখনও বলিউডের চর্চিত বিষয়। অমিতাভ বচ্চন যখন কেরিয়ার শুরু করেন, ততদিনে জয়া ভাদুরি সফল অভিনেত্রী। ১৯৭১ সালে যখন গুড্ডি মুক্তি পায় তখন থেকেই তাদের প্রেমের সূত্রপাত।
610
এরপর এক নজর ছবির সেটে আরও গাঢ় হয় তাদের প্রেমের রঙ। সিলসিলা, অভিমান, মিলি শোনে-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেন অমিতাভ ও জয়া বচ্চন।
710
শোনা গিয়েছে, তারা ঠিক করেছিলেন জঙ্গির ছবি সফল হলে একসঙ্গে ঘুরতে যাবে। বাস্তবে হয়ও তা। জঙ্গির বক্স অফিসে সাফল্য হয়। তারপর পরিকল্পনা মতো লন্ডনে টিকিট কাটেন। কিন্তু, পরিকল্পনা মতো ঘুরতে যাওয়া হয়নি।
810
কিন্তু, হরিবংশ বচ্চন বাঁধ সাধেন। তিনি বলেন বিয়ে না করে বিদেশ ভ্রমণ হবে না। বাবার কথা মতো বিয়ে করেন জয়া ও অমিতাভ। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠি বন্ধুরা।
910
বিয়ের ১ বছর পর ১৯৭৮ সালে জন্ম হয় শ্বেতার। তার দুবছর পর জন্ম হয় অভিষেক বচ্চনেরে। দুই সন্তান নিয়ে জয়া ও অমিতাভ কাটিয়েছেন সুখের সংসার। বিয়ের পর সংসারে মন দিতে অভিনয় জগতে থেকে বিরতি নিয়েছিলেন জয়া। পরে আবার কামব্যাক করেন।
1010
আজ বিয়ের তারিখ উপলক্ষ্যে বাবা মায়ের পুরনো ছবি শেয়ার করেন শ্বেতা। সাদা কালো একটি ছবি শেয়ার করেন। সেখানে প্রিন্টেড শার্ট আর সাদা ট্রাউজারে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। জয়া বচ্চনের পরনে সাদা-লাল শাড়ি। যা সকাল থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।