কখন শুরু হবে পরিণীতি-রাঘবের বাগদানের অনুষ্ঠান, কোন ডিজাইনারের পোশাকে সাজবেন, রইল খুঁটিনাটি তথ্য

Published : May 13, 2023, 03:30 PM IST
Parineeti Chopra and Raghav Chadha engagement

সংক্ষিপ্ত

বিকেল ৫টায় শুরু হবে বাগদানেপ অনুষ্ঠান। শিখ রীতি মেনে বাগদান হবে। সুখম সাহেবের পাঠ ও সন্ধ্যা আরদাসের মাধ্যমে বাগদানের অনুষ্ঠান হবে।

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হবে বাগদানের অনুষ্ঠান। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষ পর্যন্ত তারা নিজেরাই নিশ্চিত করেন প্রেমের সম্পর্কের কথা। তারপরই প্রকাশ্যে আসে তাঁদের এনগেজমেন্টের খবর। ১৩ মে বাগদান সারবেন বলে শোনা যায়। আজ সকাল সকাল দিল্লি এসে পৌঁছান প্রিয়াঙ্কা চোপড়া।

জানা গিয়েছে, বিকেল ৫টায় শুরু হবে বাগদানেপ অনুষ্ঠান। শিখ রীতি মেনে বাগদান হবে। সুখম সাহেবের পাঠ ও সন্ধ্যা আরদাসের মাধ্যমে বাগদানের অনুষ্ঠান হবে। আজ রাঘব চাড্ডা পরবেন ডিজাইনার পবন সচদেবের ডিজাইন করা পোশাক। পরিঁণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ড্রেস। পরিবারে ও কাছের মানুষের থাকবেন অনুষ্ঠানে। আজ প্রায় ১৫০ জন মতো নিমন্ত্রিত। এই তালিকায় আছেন অরবিন্দ কেজরিওয়াল, গুরুদাস মান। থাকতেন বলিউড সদস্যরাও। ইতিমধ্যে এসে পৌঁছেগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে মেয়ে মালতি মেরি ও নিক জোনাস আসেননি। শোনা যাচ্ছে, ছিমছাম থিমে সেজে উঠবে আজ দিল্লির কপুরথলা হাউস।

দিল্লির কপুরথলা হাউসে বসলে পরিণীতি চোপড়ারাঘব চাড্ডার বাগদান। গতকালই দিল্লির কপুরথলা হাউসে দেখা গিয়েছে আলোক সজ্জা। আর আজ থাকছে এলাহি আয়োজন। এদিকে, এনগেজমেন্টের আগে খেলার মাঠ থেকে রেস্তোরাঁয় ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের। কদিন আগে, মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেল রাঘব ও পরিণীতিকে। ভাইরাল হয়েছে সেই ছবি। ডিনার ডেটে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরার ধরা পড়লেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেদিন পরিণীতির হাতের আংটি নজর কাড়ল সকলের। পরিণীতির হাতে থাকে একটি হিরের আংটি দেখা যায়। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পরিণীতির হাতে একটি হিরের আংটি সকলের চোখে পড়ে। যা দেখে অনেকেই মনে করেছেন গোপনে বাগদান সেরেছেন নাকি তাঁরা। সে যাই হোক, সেই ধারণা ভুল প্রমাণ করে আজ বাগদান সারবেন পরিণীতি ও রাঘব। দিল্লিতে হবে অনুষ্ঠান। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বর্তমানে প্রস্তুতি সব শেষ বললেই চলে। কিছু সময়ের মধ্যে শুরু হবে বাগদানের অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যে পরিণতি পেতে চলেছে রাঘব-পরিণীতির সম্পর্ক। তবে, কবে তারা বিয়ে করবেন তা এখনও জানা যায়নি। এবার কখন শুরু হবে পরিণীতি-রাঘবের বাগদানের অনুষ্ঠান এখন তারই অপেক্ষা। তারই পর শুরু হবে অনুষ্ঠান। 

 

আরও পড়ুন

Iman-Swastika: শোভনের দুই প্রাক্তন এক সঙ্গে, ছবির ক্যাপশনে বিশেষ চমক

বিরাট কোহলি, রাকুল প্রীত সিং থেকে করিনা কাপুর, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

Priyanka Chopra: পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান উপলক্ষ্যে দিল্লি পৌঁছালেন প্রিয়াঙ্কা, রইল তারই ঝলক

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?