Shah Rukh Khan: গর্বিত বাবা, দেখে নিন মেয়ে সুহানাকে নিয়ে কী বললেন শাহরুখ খান

Published : Apr 13, 2023, 08:59 AM IST
suhana khan brand ambassador

সংক্ষিপ্ত

লেখেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক... কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে আর যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য। লাল পোশাকে আমার ছোট সোনা মা অনেক ভালোবাসা।’

প্রথম ছবি এখনও মুক্তি পায়নি। তার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সুহানা খান। মেয়ের এই সাফল্যে আল্পুত শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন নিজের মনের কথা। সম্প্রতি, সেই ইভেন্টের কয়টি ছবি কোলাজ করে পোস্ট করেন। আর সঙ্গে লেখেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক... কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে আর যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য। লাল পোশাকে আমার ছোট সোনা মা অনেক ভালোবাসা।’

শাহরুখ কন্যা সব সময়ই থাকেন চর্চার শীর্ষে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট থেকে শুরু করে কোনও ইভেন্ট, খেলার মাঠে তাঁর উপস্থিতি, কিংবা ব্যক্তিগত কাজ থেকে শুরু করে কোনও ছবির কাজ- সব নিয়ে সব সময় চর্চায় থাকেন সুহানা। আর হবে নাই বা কেন, তিনি যে শাহরুখ কন্যা। ছোট থেকেই ক্যামেরার লেন্স থাকত তার দিন। তারওপর আবার শীঘ্রই বলিউডে পা রাখবেন সুহানা। প্রথম ছবির কাজ শেষ। কিন্তু, এখনও তা মুক্তি পায়নি। ফলে, সকলেই আগ্রহী তার অভিনয় দেখার জন্য। এদিকে নিজের ফ্যাশন সেন্স দিয়ে সব সময়ই সকলকে মুগ্ধ করেন সুহানা। প্রায়শই তাঁর লুক সকলের নজর কাড়ে। সে যাই হোক, প্রথম ছবি মুক্তির আগে নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সুহানা খান। সেই সাফল্যের তাঁর কেরিয়ারে আনতে চলেছে নতুন মোড়। এমনই মনে করছেন সকলে।

এদিকে মেয়ে অভিনয় পেশায় আসুক তা আগে থেকেই চেয়েছিলেন শাহরুখ। এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তার ছেলের অভিনেতা হওয়ার যোগ্যতা নেই কিন্তু মেয়ের আগে। তিনি এক সাক্ষাৎকারে একবার বলেন,

আসলে ভারতে একটা চল রয়েছে, ‘অভিনেতার ছেলেকে অভিনেতাই হতে হবে। যদিও আরিয়ান লম্বা, সুদর্শন, তবু কখনও অভিনেতা হতে পারবেন না। আসলে অভিনেতা হয়ে উঠতে গেলে যা যা দরকার সেটা ও করতে পারবে না। বলা ভালো এটা ও নিজে বুঝে গিয়েছে।’ এদিকে মেয়ে অভিনয় জগতে আসা নিয়ে তিনি বেশ খুশি। জানা গিয়েছে, আরিয়ান পরিচালক হিসেবে অভিষেক করবে। ছেলের প্রথম কাজ প্রযোজনা করবে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এখন দেখার শাহরুখের ছেলে ও মেয়ে উভয় নিজের কেরিয়ারে কতটা সফল হন। তবে, আপাতত মেয়ের সাফল্য গর্বিত শাহরুখ।

 

 

আরও পড়ুন

Sanjay Dutt: শ্যুটিং সেটে ফাটল বোমা, গুরুতর আহত সঞ্জয় দত্ত, বন্ধ ছবির শ্যুটিং

New Song: পয়লা বৈশাখে আসছে ‘যে তোমার চোখের নেশায়’, গাইবেন শান ও মহালক্ষ্মী, প্রকাশ্যে তারই ঝলক

বেডরুমে এখান আর এই জিনিসটি রাখেন না পরীমণি ছেলের জন্য, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ অভিনেত্রীর

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত