আচমকা নস্টালজিক কেন হয়ে পড়লেন শাহরুখ! সোশ্যাল মিডিয়ায় লিখলেন মনের কথা

আর্চিস কমিক্সের ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি।

পর্দায় আর দর্শকদের মনে রাজ করছেন কয়েক দশক ধরে। কিন্তু তাঁর মনে কথা জানেন কজন! নিজের মনের কথা শেয়ার করলেন স্বয়ং শাহরুখ খানই। জানালেন অতীতের কথা। হয়ে পড়লেন নস্টালজিক। কিন্তু আচমকা এমন ভাবনার কারণ কী! পর্দায় আসতে চলেছে কন্যা সুহানার ডেবিউ ফিল্ম দ্যা আর্চিস। জোয়া আখতারের পরিচালনায় বলিউডে পা রাখছেন সুহানা খান। সঙ্গে থাকবেন আরও দুই স্টারকিড, খুশি কাপুর (শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে) এবং অগস্ত্য নন্দা (অমিতাভ বচ্চনের নাতি)।

দীর্ঘদিন ধরেই অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ায় এই নিয়ে চর্চা চলছে । ক্রিসমাসের সময় কাপুর পরিবারের মধ্যাহ্নভোজে অগস্ত্যর সঙ্গে সুহানাকে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। একে অপরকে নাকি অনেকদিন ধরেই ডেট করছেন সুহানা ও অগস্ত্য। এদিকে, স্টারকিডের তকমা ঝেড়ে সুহানা এখন লাস্যময়ী। আপাতত বলিউডে পা রাখার অপেক্ষায় রয়েছেন সুহানা খান। সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার।

Latest Videos

শাহরুখের মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন জোয়া আখতার। আর্চিস কমিক্সের ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এ আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান।

সুহানার প্রথম ছবি দ্যা আর্চিসের পোস্টার সামনে এনেই নস্টালজিক শাহরুখ খান। মজা করে লিখলেন কয়েক হাজার বছর আগে তিনি যখন ছোট ছিলেন তখন দ্যা আর্চিস ডাইজেস্টের অপেক্ষা বসে থাকতেন। আগে ভাগেই বুক করে রাখতেন সেই বই। দ্যা আর্চিস ডাইজেস্ট যেন তাঁর কাছে একটা গোটা ছোটবেলার সমান। তাই মেয়ে সুহানার প্রথম ছবিকে প্রাণ ভরে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ।

 

 

এদিকে, ছবির পোস্টারে লাল রঙের ভেলভেট কাউচের চারপাশে দেখা মিলেছে আর্চি ও তাঁর গোটা গ্যাং-এর। সুহানা,অগস্ত্য ও খুশির সঙ্গে এই ছবিতে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। সোমবারই সামনে এসেছে ‘দ্যা আর্চিস’-এর পোস্টার। জানা গিয়েছে বন্ধুত্ব আর প্রেম নিয়েই এগোবে এই সিনেমার গল্প। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। সবে কুড়ির গণ্ডি পার করা স্টারকিডদের নিয়ে তৈরি হাইস্কুল মিউজিক্যালে আর্চির বান্ধবী ভেরোনিকা লজের ভূমিকায় দেখা যাবে সুহানা খানকে। বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন খুশি কাপুর।

গান নিয়েই মেতে থাকা আর্চিবাল্ড অ্যানড্রুজ ভালবাসে তার রিভারডেল হাইস্কুলের সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও এক অদ্ভূত আকর্ষণ রয়েছে তাঁর। তিনজনের মধ্যেই রয়েছে নিখাদ বন্ধুত্বের সম্পর্ক। আর্চি-বেটি-ভেরোনিকার বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এই কমিকের মূল আকর্ষণ।

Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh