সাত পাকে বাঁধা পড়লেন মাসাবার প্রাক্তন স্বামী মধু মন্তেনা, ৪৮-এ সাড়লেন দ্বিতীয় বিয়ে

সংক্ষিপ্ত

১১ জুন মধু মন্তেনা সারলে দ্বিতীয় বিয়ে। যোগা প্রশিক্ষক ও লেখিকা ইরা ত্রিবেদীকে বিয়ে করেন তিনি। মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে বন্ধুর বান্ধব ও আত্মীয়ের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন মাসাবা গুপ্তার প্রাক্তন স্বামী।

ফের খুশির খবর বলিপাড়ায়। চলছে বিয়ের মরশুম। আসছে একের পর এক বিয়ের খবর। কদিন আগে আশিস বিদ্যার্থীর বিয়ের খবর শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল মধু মন্তেনা। ৪৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন তিনি। বলিউডের এই প্রযোজক ১১ জুন সারলে দ্বিতীয় বিয়ে। যোগা প্রশিক্ষক ও লেখিকা ইরা ত্রিবেদীকে বিয়ে করেন তিনি।

মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে বন্ধুর বান্ধব ও আত্মীয়ের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন মাসাবা গুপ্তার প্রাক্তন স্বামী। এই দিন হালকা গোলাপী রঙের কাঞ্জিভরম শাড়িতে দেখা গেল যোগা প্রশিক্ষক ও লেখিকা ইরা ত্রিবেদীকে। পরনে ছিল মানানসই গয়না। গলায় পরেছিলেন গোলাপী ফুলের মালা। মাথায় ছিল টায়রা। খুবই সুন্দর দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে মধু মন্তেনাকে দেখা গেল সাদা শেওয়ানিতে। এর সঙ্গে পরেছেন সারা পাগড়ি। হিন্দু রীতি মেনে মালা বদল করে বিয়ে করেন তারা।

Latest Videos

মধু মন্তেনা ও ইরা ত্রিবেদীর বিয়েতে উপস্থিত ছিলের একাধিক বলি তারকা। আমির খান, অল্লু অর্জুন থেকে হৃতিক রোশনের মতো একাধিক তারকা উপস্থিত ছিলেন মধু মন্তেনা ও ইরা ত্রিবেদীর বিয়েতে। সঙ্গে উপস্থিত ছিলে সৃজিত। ছিলেন সারা আলি খান, রাজকুমার রাও, অনুমর খের, রকুল প্রীত সিংহ- সহ সকলেই উপস্থিত ছিলেন বিয়ের আসরে।

২০১৫ সালে মাসাবার সঙ্গে বিয়ে করেছিলেন মধু। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। গত বছর বিয়ের পিঁড়িতে বসেন মাসাবা। দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ মিশ্রর সঙ্গে বিয়ে করেন মাসাবা। বন্ধু বান্ধবের সঙ্গে চুপিসারে বিয়ে করেন নীনা কন্যা। সেদিন হাউস অফ মাসাবা-র লেহেঙ্গার সেজেছিলেন মাসাবা। সঙ্গে পরেছিলেন মায়ের গয়না। সেবার রানি রঙের লেহেঙ্গাতেই সেজেছিলেন মাসাবা। সে সময় মেয়ের বিয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আজকে মেয়ের বিয়ে হল, মনের মধ্যে যেন এক অগাধ শান্তি অনুভব করলাম। বন্ধুদের জানাতে চাই ভালোবাসা উপচে পড়ছে।’ সঙ্গে মাসাবার বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি ও আমার স্বামীর সঙ্গে।

আর এবার মাসাবার পর তাঁর প্রাক্তন স্বামী দ্বিতীয়বার বিয়ে করলেন। গতকাল সাত পাকে বাঁধে পড়লেন মধু মন্তেনা ও ইরা ত্রিবেদী। সদ্য প্রকাশ্যে এসেছে বিয়ের ছবি। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

 

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন 'অনিতা ভাবী', রইল তারই ঝলক

নাইরোবিতে বাজছে সত্যজিৎ-এ আর রহমান-হ্যারি বেলাফন্টে, অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন বাঙালি শিল্পী অনন্যা

রইল ৮ বলিউড তারকার কথা, ছবির চরিত্র ফুটিয়ে তুলতে নিজের চেহারায় এনেছেন আমূল পরিবর্তন

Share this article
click me!

Latest Videos

‘শিক্ষকদের সঙ্গে প্রতারণা চলছে মমতার নির্দেশে!’ SSC কাণ্ডে মমতাকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী
Pahalgam হামলার জবাব দেবে ভারত! কাশ্মীরে পৌঁছলেন সেনাপ্রধান | Indian Army Cheif | Kashmir Attack