বিবাহলগ্ন পেরিয়েও চমক লাগাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা, ইন্সটাগ্রামে মাখো-মাখো দাম্পত্যের ছবি দেখে ‘ঈর্ষান্বিত’ জ়োম্যাটো

নবদম্পতির বিয়ে-পরবর্তী ছবি দেখে ডিজ়াইনার মণীশ মালহোত্রা কমেন্ট বক্সে ভালোবাসার আগুন ঝরালেও জ়োম্যাটো সংস্থা কিন্তু মোটেই ‘হিংসা’ ধরে রাখতে পারছে না।

 

Web Desk - ANB | Published : Feb 22, 2023 4:47 PM / Updated: Feb 22 2023, 05:08 PM IST
110

বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসে সংবাদের শিরোনামে উঠে এসেছেন বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। 

210

অপরূপ যুগলের চুম্বনরত ছবি দেখে মোহিত হয়েছেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে ভূমি পাড়নেকর এমনকি স্বপ্নসুন্দরী ক্যাটরিনা কাইফও। 

310

তারপর সপ্তাহ ঘুরে গেলেও রঙের আঁচে ভাঁটা পড়েনি এতটুকুও। 

410

সিদ্ধার্থ-কিয়ারার লাজুক হাসি এখনও ইন্টারনেট দুনিয়ায় জোরালো ট্রেনডিং। 

510

তারই মধ্যে প্রকাশ পেল দাম্পত্যের বিবাহ-পরবর্তী কিছু ছবি। 

610

যা দেখে ভালোবাসার আগুন ঝরালেন কিয়ারার অতি পছন্দের ডিজ়াইনার মণীশ মালহোত্রা। 

710

সোনা-ঝরানো লেহেঙ্গায় কিয়ারা যখন ‘সোনার মেয়ে’, তখন কালো-সোনালি পাঠান স্যুটে সিদ্ধার্থও রাজপুত্রই বটে। 

810

বাহুডোরে আবদ্ধ প্রিয়তমদের দেখে ভক্তদের মনে শুধুই কি অমলিন ভালোবাসা, নাকি একটু হলেও আক্ষেপের ব্যথা? 

910

সেই ব্যথাতেই খোঁচা দিল খাবার সরবরাহকারি সংস্থা জ়োম্যাটো। প্রেমিক-ভক্তদের হয়ে তারা লিখেই ফেলল, ‘ভালোবাসি বটে। কিন্তু, আর কতটা হিংসুটে হওয়াবে?’

1010

ভালোবাসার ব্যথায় উড়ো-চুমুর প্রলেপ লাগিয়ে বাহুবন্ধনের হাসিতেই আপাতত মজে রয়েছে সোশ্যাল মিডিয়া। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos