উরফি জাভেদের বায়নাক্কা যে অত সহজে থামবার নয়, তা এতদিনে সকলেই বুঝে গেছেন, সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন প্রতিদিনই নতুন নতুন কর্মকান্ডের জন্য শিরোনামে উঠে আসছেন। এবার দিল্লির রাস্তায় মদ্যপ গাড়ি চালকের হাতে হেনস্তার শিকার হলেন উরফি জাভেদ।
Web Desk - ANB | Published : Feb 22, 2023 1:21 PM / Updated: Feb 22 2023, 01:34 PM IST
উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। সাহসী পোশাক পরে যেমন ঝড় তোলেন, তেমনই সোজা-সাপটা ভাবে কথা বলতেও পিছপা হন না উরফি।
বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এমনকী উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। এবার আর খোলামেলা পোশাকের জন্য নয় বরং ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ।
দিল্লির রাস্তায় মদ্যপ গাড়ি চালকের হাতে হেনস্তার শিকার হলেন উরফি জাভেদ। ফ্যাশনিস্তা জানান, ৬ ঘন্টার জন্য দিল্লিতে উবের বুক করেছিলেন উরফি। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এবং মাঝখানে খাওয়ার জন্য গাড়ি থেকে নামতেই মালপত্র নিয়ে চলে যান ওই গাড়ি চালক। তারপর পুরুষ বন্ধুকে জানাতে তিনিই পরিস্থিতির সামাল দেন।
উরফি বলেন, তার ওই বন্ধু গাড়ির চালককে ফোন করে কড়া ভাষায় কথা বলার পর তিনি ১ ঘন্টা পর ফিরে আসেন। তবে তখন তিনি পুরোপুরি মাতাল। এমনকী ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছিলেন না।
উরফি জানান, ওই গাড়ি চালক দাবি করেন তিনি নাকি নির্দিষ্ট লোকেশনেই ছিলেন। অথচ আমরা লোকেশন ট্র্যাক করে দেখছি উনি গাড়ি নিয়ে প্রায় ১ ঘন্টার দূরত্বে চলে গিয়েছেন।
উরফির এই অভিযোগের ভিত্তিতে ক্ষমা চেয়ে নিয়েছেন উবের ইন্ডিয়া কর্তৃপক্ষ। এও জানানে হয়েছে, অ্যালকোহল কিংবা কোনও মাদক খেয়ে গাড়ি চালানোকে আমরা সমর্থন করি না। আমরা ক্ষমাপ্রার্থী, রাইডারদের নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিরাপত্তা দলের সদস্য়রা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।
তবে উরফির এই টুইট দেখে নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন পরামর্শ দিয়ে বলেছেন, মেট্রো ব্যবহার করুন, কেউ বলেছেন এর থেকে অটোগুলো বেশি ভাল। আবার একজন বলেছেন, মদ নয়, আপনাকে দেখে নেশা হয়ে গিয়েছিল চালকের।
এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। কাটাছেড়া পোশাকের জন্যই হামেশাই চর্চায় থাকেন উরফি।
বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ।
এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। এবারও পোশাকের কারণে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। কখনও অন্তর্বাস পরে আবার কখনও শরীর ঢেকে ভক্তদের পাগল করে দেন উরফি।