পোশাক বিতর্কে জল ঢেলে এবার স্বজনপোষণ নিয়ে বোমা ফাটালেন ফ্যাশনিস্তা উরফি, একহাত নিলেন আদিত্যকে

Published : Feb 21, 2023, 01:09 PM IST

বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এমনকী উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। এবার আর খোলামেলা পোশাকের জন্য নয় বরং স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন ফ্যাশন কুইন উরফি জাভেদ।

PREV
110

বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার আর পোশাক বিতর্কে নয় বরং এবার নয়া চমক দিয়ে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ।
 

210


উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। সাহসী পোশাক পরে যেমন ঝড় তোলেন, তেমনই  সোজা-সাপটা ভাবে কথা বলতেও পিছপা হন না উরফি। এবার স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন ফ্যাশন কুইন উরফি জাভেদ।

310

সম্প্রতি ‘দ্য রোম্যান্টিকস’ তথ্যচিত্রে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন যশরাজ ফিল্মস কর্তা আদিত্য চোপড়া। এবং উদাহরণ টেনেছেন নিজের ভাই উদয় চোপড়ার। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সমাজমাধ্যমে সরব হয়েছেন উরফি। 
 

410

‘দ্য রোম্যান্টিকস’ তথ্যচিত্রে স্বজনপোষণ নিয়ে ক্যামেরার সামনে কিংবদন্তী পরিচালক আদিত্য চোপড়া বলেন , দেশের অন্যতম কিংবদন্তী পরিচালক যশ চোপড়ার বড় ছেলে তিনি। দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার। 

510

স্বজনপোষণ নিয়ে ভাই উদয় চোপড়ার কেরিয়ারের উদাহরণ টেনে তিনি বলেন, একবার কল্পনা করুন, আমার ভাই একজন এত বড় মাপের পরিচালকের ছেলে, একজন সফল পরিচালকের ভাই। যশরাজ ফিল্মসের মতো সংস্থা তার বাড়ির ছেলেকে তারকা বানাতে পারল না। 

610


এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উরফি লেখেন, এই বক্তব্যের মধ্যে যে উদাসীনতা রয়েছে তাতেই আমি বিরক্ত। সাফল্য দিয়ে স্বজনপোষণের প্রভাব বিচার করা যায় না। সুযোগ পাওয়াটাই বিচার করার মাপকাঠি।

710

উদয় চোপড়ার সমালোচনা করে উরফি আরও লেখেন, উদয় চোপড়াকে দেখতেও ভাল নয় এবং উনি ভাল অভিনয়ও করেনন না। তাতেও তিনি একের পর এক সুযোগ পেয়েছেন। তবে এক্ষেত্রে উদয় চৌহান হলে তা পেতেন না।

810


স্বজনপোষণ নিয়ে আদিত্য চোপড়ার যুক্তি যে অকাট্য নয়, এবং তার মধ্যে যে যথেষ্ঠ ফাঁক রয়েছে তা তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন। বলতে গেলে আদিত্য চোপড়া নেটদুনিয়াতে একপ্রকার কড়া ভাষাতেই জবাব দিয়েছেন উরফি জাভেদ। 
 

910

যশরাজ ফিল্মসের একের পর এক ছবিতে কাজ করলেও অভিনেতা হিসেবে সাফল্য অর্জন করতে পারেননি উদয় চোপড়া। তারকা হওয়া তো দূর, অভিনয়ে ব্যর্থতার পরে পেশা বদলে নেন  উদয় চোপড়া।
 

1010

 এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। 

click me!

Recommended Stories