বলিউডে ফের বিয়ের সানাই, কেমন হবে সিড-কিয়ারার সংগীত থেকে মেহেন্দি? জানুন

অবশেষে আর একদিন পরই চার হাত এক হতে চলেছ সিদ্ধার্থ মালহোলত্রা ও কিয়ারা আডবানির। কিন্তু কোথায় হতে চলেছে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহানুষ্ঠান? জেনে নেওয়া যাক।

বলিপাড়ায় ফের বেজে উঠল সানাই। আথিয়া শেট্টি ও কে এল রাহুলের পর এবার বলিউডের হট কেক সিদ্ধার্থ মালহোতরা ও কিয়ারা আডবানির বিয়ে। এই দুই বলি তারকার বিয়ে ঘিরে ইতিমধ্যেই নেটিজেনদের কৌতুহলের সীমা নেই। আগামী ৬ ফেব্রুয়ারিই বিয়ের পিড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। ৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয় যাবে বিয়ের অনুষ্ঠান। শেরশাহের সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর থেকেই এই তারকা জুটির কেমিষ্ট্রি মুগ্ধ করেছিল নেটিজেনদের। তখন থেকেই এই জুটির ডি ডে-এর জন্য অপেক্ষা করে কয়েছেন ভক্তরা। অবশেষে আর একদিন পরই চার হাত এক হতে চলেছ সিদ্ধার্থ মালহোলত্রা ও কিয়ারা আডবানির। কিন্তু কোথায় হতে চলেছে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহানুষ্ঠান? জেনে নেওয়া যাক।

কবে থেকে শুরু হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির বিয়ের অনুষ্ঠান?

Latest Videos

আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে হতে চলেছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। ৪ তারিখ থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। যদিও বিয়েতে বিশেষ জনসমাগম চাননি এই তারকা জুটি। তবে বিয়ের জাঁক জমকে এতটুকু খামতি থাকছে না। ৪ ও ৫ ফেব্রুয়ারি থাকছে এই সংগীত, মেহেন্দি এবং হলদি সেরিমনি। কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত থাকছেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে।

কেমন হবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সাজ?

সম্প্রতি মণীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল তরুণ জুটিকে। এরপর থেকেই বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরতে চলেছেন দম্পতি এমন গুজবই ছড়িয়েছিল। ইন্ডিয়া টু ডে-এর রিপোর্ট অনুসারে বিয়েতে কিয়ারা একটি লাল লেহেঙ্গা পরবেন এবং সিদ্ধার্থ একটি লাল শাফা সহ একটি অফ-হোয়াইট শেরওয়ানি পরবেন বলে জানা যাচ্ছে। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে নেটিজেনরা।

কোথায় হবে এই সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে?

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ে হতে চলেছে। প্রাসাদটি স্বপ্নের চেয়ে কিছু কম সুন্দর নয় বিলাসবহুল পাঁচতারা হোটেলটি একটি সুন্দর নৈসর্গিক অবস্থান এবং সবুজের মাঝে অবস্থিত।বিশাল প্রাসাদে আশ্চর্যজনক সুযোগ-সুবিধা এবং মনোরম ল্যান্ডস্কেপ ভিউ সহ জমকালো কক্ষ রয়েছে।

কেমন হবে সিদ্ধার্থ-কিয়ারার সংগীত?

সঙ্গীতের রাতে এই জুটি তাঁদের পারফরম্যান্স দিয়ে মঞ্চে আগুন লাগিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি কিয়ারা দুবাইতে সিডের সঙ্গে তাঁর নববর্ষের ছুটির সময় বন্ধুদের সঙ্গে একটি গানের প্লেলিস্ট নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছিল। তারা দুজনেই তাদের সুপারহিট ফিল্ম শেরশাহ থেকে তাদের রাতে লাম্বিয়ান গানে পারফর্ম করতে পারে কারণ সেখান থেকেই এটি শুরু হয়েছিল।

কেমন হবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রিসেপশন?

৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। সূত্রের খবর বিয়ের পএ দু'টি রিসেপশন পার্টি দেওয়া হবে সিদ্ধার্থ-কিয়ারার পক্ষ থেকে। একটি দিল্লিতে, অপরটি মুম্বইতে।

আরও পড়ুন - 

'পাঠান' রাজ চলছে গোটা বিশ্বজুড়ে, মুক্তির ৯ দিনে ৭০০ কোটির রেকর্ড ব্যবসা বক্সঅফিসে

বয়সে বড়, দুই সন্তানের বাবা সইফকে বিয়ে, সংসার-সন্তান- কেরিয়ার নিয়ে অকপট করিনা

কলেজে স্নাতক হলেন নওমিকা, দিদিমা ডিম্পলের সঙ্গে ছবি পোস্ট, শুভেচ্ছা টুইঙ্কলের

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News