আর দু'দিন পরই চার হাত এক হতে চলেছ সিদ্ধার্থ মালহোলত্রা ও কিয়ারা আডবানির। বিয়ের মেনিতে কী কী থাকছে? জেনে নেওয়া যাক।
আর মাত্র দু'দিনের অপেক্ষা, আগামী ৬ ফেব্রুয়ারিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। ইতিমধ্যেই এই তারকা জুটির বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতুহলের শেষ নেই। আগামী ৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। আথিয়া শেট্টি ও কে এল রাহুলের পর এবার বলিউডের হট কেক সিদ্ধার্থ মালহোতরা ও কিয়ারা আডবানির বিয়ে। শেরশাহের সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর থেকেই এই তারকা জুটির কেমিষ্ট্রি মুগ্ধ করেছিল নেটিজেনদের। তখন থেকেই এই জুটির ডি ডে-এর জন্য অপেক্ষা করে কয়েছেন ভক্তরা। অবশেষে আর দু'দিন পরই চার হাত এক হতে চলেছ সিদ্ধার্থ মালহোলত্রা ও কিয়ারা আডবানির। বিয়ের মেনিতে কী কী থাকছে? জেনে নেওয়া যাক।
সিড-কিয়ারার বিয়ের মেনুতে কী কী থাকছে?
ব্যাঙ্গালোর টাইমসের রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের মতোই জমকালো হবে বিয়ের মেনুও। পাতে থাকছে কন্টিনেন্টাল থেকে ভারতীয় খাওয়ারও। থাকছে রাজস্থানী খাওয়ারও। বিশেষভাবে থাকছে বাজরে কি রোটি এবং বাজরে কা সোয়তা।
প্রসঙ্গত, সম্প্রতি মণীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল তরুণ জুটিকে। এরপর থেকেই বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরতে চলেছেন দম্পতি এমন গুজবই ছড়িয়েছিল। ইন্ডিয়া টু ডে-এর রিপোর্ট অনুসারে বিয়েতে কিয়ারা একটি লাল লেহেঙ্গা পরবেন এবং সিদ্ধার্থ একটি লাল শাফা সহ একটি অফ-হোয়াইট শেরওয়ানি পরবেন বলে জানা যাচ্ছে। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে নেটিজেনরা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ে হতে চলেছে। প্রাসাদটি স্বপ্নের চেয়ে কিছু কম সুন্দর নয় বিলাসবহুল পাঁচতারা হোটেলটি একটি সুন্দর নৈসর্গিক অবস্থান এবং সবুজের মাঝে অবস্থিত।বিশাল প্রাসাদে আশ্চর্যজনক সুযোগ-সুবিধা এবং মনোরম ল্যান্ডস্কেপ ভিউ সহ জমকালো কক্ষ রয়েছে। সঙ্গীতের রাতে এই জুটি তাঁদের পারফরম্যান্স দিয়ে মঞ্চে আগুন লাগিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি কিয়ারা দুবাইতে সিডের সঙ্গে তাঁর নববর্ষের ছুটির সময় বন্ধুদের সঙ্গে একটি গানের প্লেলিস্ট নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছিল। তারা দুজনেই তাদের সুপারহিট ফিল্ম শেরশাহ থেকে তাদের রাতে লাম্বিয়ান গানে পারফর্ম করতে পারে কারণ সেখান থেকেই এটি শুরু হয়েছিল। ৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। সূত্রের খবর বিয়ের পএ দু'টি রিসেপশন পার্টি দেওয়া হবে সিদ্ধার্থ-কিয়ারার পক্ষ থেকে। একটি দিল্লিতে, অপরটি মুম্বইতে।
আরও পড়ুন -
'অমৃত ভারত স্টেশন' প্রকল্পের আওতায় বাংলার ৯৩টি স্টেশন, তালিকায় কোন কোন স্টেশনের নাম থাকল? জানুন
বলিউডে ফের বিয়ের সানাই, কেমন হবে সিড-কিয়ারার সংগীত থেকে মেহেন্দি? জানুন
বয়সে বড়, দুই সন্তানের বাবা সইফকে বিয়ে, সংসার-সন্তান- কেরিয়ার নিয়ে অকপট করিনা