SRK: শ্যুটিং সেটে দুর্ঘটনা, অস্ত্রোপচারের পর বিদেশ থেকে ফিরেলেন কিং খান

নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে শাহরুখের। সেই অপারেশনের পর দেশে ফিরলেন বাদশা। বুধবার মুম্বই এয়ারপোর্টে দেখা গেল শাহরুখ খানকে। সঙ্গে ছিলেন গৌরি খান ও ছোট ছেলে আব্রাম।

সদ্য খবরে এসেছিল শাহরুখ কানের নাকের অপারেশনের কথা। ছবির কাজে বেশ কিছুদিন ধরে দেশের বাইরে আছেন বাদশা। লস অ্যাঞ্জেলেসে চলছিল শ্যুটিং। হঠাৎই চোট পান বাদশা। নাক দিয়ে শুরু রক্তক্ষরণ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে শাহরুখের। সেই অপারেশনের পর দেশে ফিরলেন বাদশা। বুধবার মুম্বই এয়ারপোর্টে দেখা গেল শাহরুখ খানকে। সঙ্গে ছিলেন গৌরি খান ও ছোট ছেলে আব্রাম।

বাদশার পরনে ছিল নীল রঙের হুটি দেওয়া শার্ট। সঙ্গে পরেছিলেন জিন্স। চোখে ছিল চশমা। আর মাথায় টুপি। তেমনই গৌরি পরেছিলেন নীল প্রিন্টেড ড্রেস। সঙ্গে পরেছিলেন কালো ব্লেজার। পায়ে ছিল স্নিকার্স। আর আব্রামের পরনে ছিল নেভি ব্লু রঙের হাফ প্যান্ট ও সাদা টি শার্ট। সঙ্গে পরেছিলেন কালো জ্যাটে। তিনজনকে বুধবার দেখা যায় মুম্বই এয়ারপোর্টে।

Latest Videos

এদিকে গতকাল শোনা গিয়েছিল, অপারেশনের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আছেন বাদশা। শ্যুটিং সেটে চোট পেয়ে নাক দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অপারেশন করতে হয়। শোনা গিয়েছিল, অপারেশন করেই নাকের রক্ত বন্ধ করা হয়। কিন্তু, বুধবার মুম্বই এয়ারপোর্টে তাঁর নাকে কোনও রকম ব্যান্ডেজ দেখা যায়নি। ফলে, তাঁর চোট যে তেমন গুরুতর ছিল না সে বিষয় নিশ্চিত বোঝা গিয়েছে।

তবে, এই প্রথম নয়। এর আগেও একাধিক তারকা শ্যুটিং সেটে আহত হয়েছে। এর কারণে অনেককে বেড রেস্ট নিতে হয়েছে তো অনেককে অপারেশনের সাহায্য নিতে হয়েছে। এর আগে বাদশাও ছবির সেটে আহত হয়েছিলেন। চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং করতে গিয়ে ২০১৩ সালে আঘাত পান। সে সময় তাঁকে কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল। ২০১৭ সালে রইস ছবির শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন বাদশা। তার আগে ২০০৯ সালেও একবার শ্যুটিং সেটে চোট পান।

এদিতে তাঁর মতো শ্যুটিং করতে গিয়ে একাধিক তারকা চোট পেয়েছেন। তালিকায় আছেন অমিতাভ বচ্চন। রয়েছে জন আব্রাহাম। আছেন অক্ষয় কুমার। আছেন শাহিদ কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকারা। এমনকী, হৃতিক রোশন ও রণবীর সিং-র চোটের খবরও এক সময় প্রকাশ্যে এসেছিল। সে যাই হোক, আপাতত সুস্থ আছেন বাদশা।

 

আরও পড়ুন

OTT: এদের পারিশ্রমিক সকলের থেকে বেশি, রইল ওটিটি-র Highly Paid তারকাদের তালিকা

আদিপুরুষ থেকে সেলফি- হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হল এই ছবিগুলো, রইল চলতি বছরের প্রথমার্ধে মুক্তি পাওয়া ফ্লপ ছবির তালিকা

Shah Rukh Khan: এই মুহূর্তে ঠিক কত হাজার কোটি টাকার মালিক শাহরুখ খান, দেখে নিন বাদশার সম্পত্তির হিসেব

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari