শেষ নিশ্চিত হয়েছে আয়ুষ্মান খুরানার নাম। ভিকি ডোনার দিয়ে কেরিয়ার শুরু আয়ুষ্মানের। তারপর বধাই হো, আর্টিকেল ১৫, অন্ধাধুনের মতো ছবিতে কাজ করে সাড়া ফেলেছিলেন। তাঁর কেরিয়ারের ঝুলিতে রয়েছে ড্রিম গার্ল, ডক্টর ডি, অ্যান অ্যাকশন হিরোর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।