কোনও লুকোছাপা নয়, প্রেমদিবসে পুলিশের সামনেই জ্যাকলিনের জন্য কী বার্তা দিলেন ঠকবাজ সুকেশ

ঠকবাজ সুকেশের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গতার কথা নতুন নয়। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সুকেশকে নিয় চর্চায় রয়েছেন জ্যাকলিন। এবার প্রেমদিবসের দিন প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সুকেশ।

 

Web Desk - ANB | Published : Feb 15, 2023 6:18 AM IST
110

 ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত প্রায় এক বছর ধরে এই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। 

210

সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি সেশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি। কখনও বাথরুমে সেলফি পোজ তো কখনও গলায় লাভ বাইট,নিজেদের ঘনিষ্ঠ ছবি নেটদুনিয়ায় ফাঁস হকেই মিডিয়াকে অনুরোধ করেছিলেন এই ছবি যেন তারা প্রকাশ না করে। 

310

সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ ।

410

 এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। 

510

প্রায় দেড় বছর ধরে জেলবন্দি সুকেশ। জ্যাকলিন মুখ সরিয়ে নিলেন তিনি এখনও ভুলতে পারেননি। মঙ্গলবার প্রেমদিবসের দিন  জ্যাকলিনের উদ্দেশ্য বার্তা পাঠালেন ঠকবাজ সুকেশ চন্দ্রশেখর। যা নিয়ে জল্পনা তুঙ্গে।
 

610

গত মঙ্গলবার জাতীয় তদন্তকারী  সংস্থার আদালতের বাইরে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই তাকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। সেই সময়েই পুলিশের সামনে প্রকাশ্যেই  সুকেশ জ্যাকলিনের উদ্দেশ্যে বলেন, আমার তরফ থেকে ওকে ভ্যালেন্টাইন ডে-এর শুভেচ্ছা।
 

710

তিনি তার প্রিয়তমার উদ্দেশ্যে আরও বলেন, আপনি যাকে ভালবাসবেন, তাকে রক্ষা করার চেষ্টা করবেন। তবে নোরাকে নিয়ে প্রশ্ন করা হলে সুকেশের স্পষ্ট জবাব, লোভীদের নিয়ে কোনও কথা বলতে চাই না। এর আগেও নোরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুকেশ।

 

810

সুকেশ জানিয়েছিলেন, জ্যাকলিনের বিরুদ্ধে নোরা রোজই তার মগজধোলাই করত। নোরা চাইতেন, জ্যাকলিনকে ছেড়ে সুকেশ যেন তার সঙ্গে ডেট করে। এমনকী সুকেশ নিজেও কয়েকদিন আগে জানিয়েছিলেন মরক্কোতে বাড়ি কিনতে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন সুকেশ।

910

জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।
 

1010

 ২০২২ সালে ডিসেম্বর  ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে গত ১৫ নভেম্বর জামিন পেয়েছিলেন জ্যাকলিন। এর আগেও জ্যাকলিনের জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছিল। যার ফলে কয়েকদিনের জন্য স্বস্তি পেয়েছিলেন নায়িকা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে ক্ষণিকের স্বস্তি মিললেও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের।

Share this Photo Gallery
click me!

Latest Videos