বাবাকে হারালেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তার বাবা ছিলেন দক্ষিণী ছবির কিংবদন্তী তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। মঙ্গলবার ভোর চারটে নাগাদ মারা যান প্রবীণ অভিনেতা।
সাতসকালেই দুঃসংবাদ। বাবাকে হারালেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তার বাবা ছিলেন দক্ষিণী ছবির কিংবদন্তী তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। মঙ্গলবার ভোর চারটে নাগাদ মারা যান প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। পিতৃবিয়োগে প্রচন্ড ভেঙে পড়েছেন মহেশবাবু। শ্বশুরমশাইকে হারিয়ে শোকে কাতর বলি অভিনেত্রী নম্রতা শিরোদকর।
দক্ষিণী ছবির কিংবদন্তী তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তড়িঘড়ি ভোর সাড়ে তিনটে নাগাদ হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুত্রবধূ নম্রতা শিরোদকরই শ্বশুরমশাইকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। সবরকম ভাবেই চিকিৎসা চলছিল প্রবীণ অভিনেতার। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই ছিলেন গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। তারপরই আচমকা ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবরে সকলেই শোকাহত।
দক্ষিণী ছবির কিংবদন্তী তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তির প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি। প্রায় ৩৫০ টির ও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, এর পাশাপাশি প্রযোজনা, পরিচালনা করেছেন গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। আজ থেকে প্রায় পাঁচ দশক আগে দক্ষিণী সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। চলতি বছরে মে মাসেই নিজের জন্মদিনও সেলিব্রেট করেছেন। অভিনয়-পরিচালনা-প্রযোজনার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। ১৯৮০ সালে কংগ্রেসে যোগদান করেন। এবং পরে সাংসদও হন। তবে রাজীব গান্ধীর মৃত্যুর পরপরই রাজনীতি থেকে সরে আসেন। ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তিকে। তার মৃ্ত্যু অভিনয় জগতের কাছে বড় ক্ষতি। ঘনিষ্ঠ মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য,কিছুদিন আগেই মা ইন্দিরা দেবীকেও হারিয়েছেন মহেশ বাবু। মা মারা যাওয়ার ঠিক কিছু মাস আগেই ভাই রমেশকে হারিয়েছেন মহেশ। এবার বাবাকেও হারিয়ে ফেললেন অভিনেতা। চলতি বছরটা মোটেই সুখকর নয় মহেশের। একে একে সকলেই ছেড়ে চলে যাচ্ছে। মা মারা যাওয়ার পর বাবাই ছিল একমাত্র সম্বল। বাবাও আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোনওভাবেই যেন প্রিয়জনদের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। মা ও বাবাকে হারিয়ে আজ যেন বড্ড একা মহেশ বাবু। পরিবারের একে একে সমস্ত প্রিয়জনদের হারিয়ে শোকে পাথর মহেশবাবু।