ছবি তুলতে চাইছে ভক্ত! চটে গিয়ে তাপসী যা করলেন, তা দেখে নিন্দার ঝড় সমাজ মাধ্যমে

Published : Jun 14, 2024, 02:08 PM IST
Tapsi Pannu

সংক্ষিপ্ত

ছবি তুলতে চাইছে ভক্ত! চটে গিয়ে তাপসী যা করলেন, তা দেখে নিন্দার ঝড় সমাজ মাধ্যমে

ছবি তুলতে চাইছে ভক্ত! তাতে রেগেই আগুন তাপসী পান্নু। রেগে গিয় ভক্তের সঙ্গে যা করলেন অভিনেত্রী তা দেখে নিন্দার ঝড় উঠল সামাজিক মাধ্যমে। মুম্বইয়ের সিনেমা হলে একটি ছবির স্ক্রিনিং দেখতে গিয়েছিলন তাপসী পান্নু। সেখানেই ঘটল এই ঘটনা। তাঁকে দেখে সেলফি তুলতে ছুটে আসেন তাঁর ভক্তরা। সকলকেই সরে যেতে অনুরোধ করছিলেন অভিনেত্রী। কিন্তু এক নাছোড়বান্দা ভক্ত কিছুতেই তাঁকে যেতে না দিয়ে তাপসীর সঙ্গে তাঁর গাড়ি পর্যন্ত যান এবং সমানে ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। তাতেই বেজায় চটে যান তাপসী পান্নু। গাড়িতে উঠে ভক্তের মুখের সামনে সজোরে দরজা বন্ধ করে দেন।

সামাজিক মাধ্যমে এই ভিডিওই বাইরাল হয়ে গিয়েছে। এর আগেও ছবি তুলতে চাওয়ায় ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অভিনেত্রী। তা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলান তিনি। কিন্তু এবার ফের একই ঘটনা ঘটল।

 

 

এই ভিডিও ছড়িয়ে পড়তে তাপসীকে নিয়ে তুমুল সমালোচনা শুরু করেন ভক্তরা। বর্তমানে 'ফির আয়ি হসিন দিলরুবা'ছবি নিয়ে ব্যস্ত তাপসী পান্নু। খুব শি্ঘই ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে