Teaser: স্যাম বাহাদুর চরিত্রে চমক দিলেন ভিকি কৌশল, প্রকাশ্যে এল ছবির টিজার

দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে এবারও ভিকি কৌশল হাঁটলেন সেই পথে। ডিসেম্বরে আসছে স্যাম বাহাদুর। প্রকাশ্যে এল সেই ছবির টিজার।

দর্শকেরা সব সময় তাঁকে ভিন্ন ধরনের চরিত্রে দেখতে পছন্দ করেন। সে কারণে বানিজ্যিক ছবির নায়কের তুলনায় কোনও বায়োপিক ছবির হিরো কিংবা সেনার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সফল হয়েছেন। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে এবারও ভিকি কৌশল হাঁটলেন সেই পথে। ডিসেম্বরে আসছে স্যাম বাহাদুর। প্রকাশ্যে এল সেই ছবির টিজার।

ভারতীয় সেনার অন্দরমহলের কাহিনি নিয়ে আসছে স্যাম বাহাদুর। দেশের প্রতিরক্ষায় অসমসাহসের পরিচিয় দিয়েছিলেন স্যাম বাহাদুর। তাঁর সাহস, বীরত্ব, রসবোধ মুক্তি পাবে ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। এই বায়োপিক ছবির প্রধান চরিত্রে দেখা যাবে ভিকিকে।

Latest Videos

১৯৭১- এ পাক সেনা অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই। এর রকমই এক যুদ্ধক্ষেত্রে মারাত্মক জখম হয়েছিলেন স্যাম বাহাদুর। তাঁর শরীরে সাতটি বুলেট বিঁধে যায়। ছবিতে স্যাম বাহাদুরের স্ত্রী সিলু মানকেশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধী। অভিনেতা নীরব কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক ইয়াহিয়া খান বিয়েবে দেখা দেবেন মহম্মদ জিসান আয়ুবকে।

ডিসেম্বরে মুক্তি পাবে স্যাম বাহাদুর। প্রকাশ্যে এসেছে কয়ের মিনিটের টিজার। কয়েক মিনিটের টিজার নজর কড়ল সকলে। সদ্য প্রকাশ্যে আসা স্যাম বাহাদুর দেখে চমক পেয়েছেন দর্শকেরা। সকলেই প্রশংসা করেছেন স্যাম বাহাদুর চরিত্রে ভিকি কৌশলের অভিনয়। ১০০ থেকে ১২৯ কোটি বাজেটের এই ছবি। ১ ডিসেম্বর মুক্তি পাবে স্যাম বাহাদুর। ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা রয়েছে চরমে। এখন দেখার ছবিটি কতটা সফল হয়।

 

আরও পড়ুন

Haami 2: বড় পর্দায় সাফল্যের পর এবার ওটিটি-তে, জেনে নিন কোন প্ল্যাটফর্মে দেখা যাবে ‘হামি ২’

Bagha Jatin Promotion : ১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’, ছবির প্রোমোশনে অনাথ

Bagha Jatin: জমিয়ে চলছে প্রচার, বাঘা যতীনের প্রোমোশনে বরানগরের স্কুলে দেব

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir