Bagha Jatin Promotion : ১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’, ছবির প্রোমোশনে অনাথ আশ্রমে দেব

বাঘা যতীন ছবির প্রোমোশনে বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন দেব। এরপর চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে ছবির প্রচার সারলেন দেব। এছাড়াও গেলেন আসিয়ানা অনাথ আশ্রমে ।

Share this Video

 ১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’। সদ্য ছবির প্রোমোশনে বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন দেব। এরপর চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে ছবির প্রচার সারলেন দেব। এছাড়াও গেলেন আসিয়ানা অনাথ আশ্রমে । ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে ছবিটি। বাংলার পাশাপাশি হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন নবাগত সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মন্ডল, রোহনের মতো অভিনেতা। 

Related Video