বাবার প্রতি ছেলের ক্ষোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার ঝলক মিলল ট্রেলারে, আসছে ‘অ্যানিমেল’

কয়েক মিনিটের ট্রেলার জুড়ে রয়েছে বহু অ্যাকশন দৃশ্য। যা দেখে আন্দাজ করা সহজ যে ভরপুর অ্যাকশন নিয়ে আসছে ‘অ্যানিমেল’।

দীর্ঘ প্রতিক্ষার অবসান। মুক্তি পেল অ্যানিমেল ছবির ট্রেলার। ছবির শুরু থেকে শেষ বাবা ও ছেলের গল্প। বাবার প্রতি ছেলের ক্ষোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার ঝলক মিলল ট্রেলারে। কয়েক মিনিটের ট্রেলার জুড়ে রয়েছে বহু অ্যাকশন দৃশ্য। যা দেখে আন্দাজ করা সহজ যে ভরপুর অ্যাকশন নিয়ে আসছে ‘অ্যানিমেল’।

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, ছোট থেকে বাবার হিরো হয়ে ওঠার জন্য একটি ছেলে কী কী করেছে। কিন্তু, ছেলের কোনও প্রচেষ্টাই বাবার কাছে গুরুত্ব পায়নি। আর এর থেকে ছেলের মনে জন্মেছে ক্ষোভ। সেই ক্ষোভা তাকে তৈরি করেছে এক ভয়ঙ্কর মানুষ। যে কারও প্রাণ নিয়ে ভয় পায় না। যে সব সময় মেতে থাকে প্রতিশোধের নেশায়। এমনই এক কাহিনি নিয়ে আসছে ‘অ্যানিমেল’। আজ প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যা মুক্তি পেতেই নজর কাড়ল দর্শকদের।

Latest Videos

এদিকে ছবি মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের জন্মদিনের দিন। আর এই প্রথম জুটি বাঁধবেন রশ্মিকা মান্দানা ও রণবীর কাপুর। নিজের পুরনো চকোলেট বয় ইমেজ ছেড়ে একেবারে অ্যাংরি ইয়ং ম্যান লুকে দর্শকদের সামনে আসতে চলেছেন রণবীর কাপুর। তেমনই ন্যাশনাল ক্রাশ রশ্মিকাকেও দেখা যাবে নতুন ধরনের চরিত্রে। ছবিতে রণবীরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। সে কীভাবে তাঁর স্বামীকে রক্ষা করবে তা ফুটে উঠতে চলেছে।

ছবির রণবীর কাপুর ও রশ্মিকা ছাড়াও আছেন ববি দেওল ও অনিল কাপুর। এখানে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা গিয়েছে অনিল কাপুরকে। তার সঙ্গে সম্পর্কের এক ভিন্ন দিক উঠে আসবে ছবিতে। তেমনই সিক্স প্যাক থেকে একে বারে অন্য লুকে নজর কেড়েছেন ববি দেওল। সব মিলিয়ে নতুন ধরনের গল্প নিয়ে আসছে ‘অ্যানিমেল’।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

ডানকি থেকে সুলতান-এই আট ছবিতে কুস্তির দৃশ্য নজর কেড়েছে সিনে প্রেমীদের

‘উনি যে জিনিসে হাত দেন, তাই সোনা হয়ে যায়’, মোদীকে ‘পনৌতি’ বলায় খেপে লাল কঙ্গনা

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM