আত্মহত্যা নাকি খুন? অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, সোমবার সিমেনার সেট পর্যবেক্ষণ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা

Published : Dec 27, 2022, 05:19 PM IST
Woman jumps into water tank with 3 children in Haryana village, shocking suicide murder

সংক্ষিপ্ত

মানসিক চাপের মধ্যে দিন কাতাচ্ছিলেন তুনিশা। এই কারণেই আত্মহত্যা? নাকি রয়েছে অন্য কোনও রহস্য?

সহ অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনাতা শেজান মোহাম্মদ খান। শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইতে একটি টিভি অনুষ্ঠানের সেটে আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মা। এরপর থেকেই বারবার নাম উঠে আসে তুনিশার সহকর্মী শেজানের। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আজ বিকেলে মুম্বাইয়ের ভাসাই আদালত তাকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার আরও এক সহ-অভিনেতা পার্থ জুটশিকেও ডেকেছিল পুলিশ। জানা যাচ্ছে শাহিন ও তুনিশার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তুনিশার মারা যাওয়ার ১৫ দিন আগেও বিচ্ছেদ হয় তাঁদের। মানসিক চাপের মধ্যে দিন কাতাচ্ছিলেন তুনিশা। এই কারণেই আত্মহত্যা? নাকি রয়েছে অন্য কোনও রহস্য?

তুনিশা শর্মা মৃত্যু রহস্যের সমাধানে সোমবার ওই সিনেমার সেট পরিদর্শন করলেন ফরেন্সিক বিশেষজ্ঞ দল। রবিবারই এই মামলায় তুনিশার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। থানার বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তুনিশার আর এক সহকর্মী জুটশি দাবি করেন যে তিনি ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন না। জুটিশের কথায়,' পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এবং সাধারণ প্রশ্ন করা হয়েছিল। আমি তার বিষয়ে মন্তব্য করতে পারি না। সম্পর্ক, আমার কোনো ধারণা নেই, এটা ওঁদের অভ্যন্তরীণ বিষয় ছিল।'

রবিবার ভোরে মুম্বাইয়ের জেজে হাসপাতালে তুনিশার দেহের ময়নাতদন্ত করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে। মামলায় এ পর্যন্ত ১৪ জনের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। তারা সবাই আলি বাবা: দাস্তান-ই-কাবুল শোয়ের সঙ্গে সম্পর্কিত।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?