প্যান্টের বোতাম খুলে এ কী দেখাচ্ছেন উরফি, ব্রা পরে ফের কটাক্ষের মুখে ফ্যাশনিস্তা

Published : Dec 24, 2022, 11:55 AM IST

পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। ফের উদ্ভট ভিডিও শেয়ার করে ভক্তদের পাগল করে দিলেন উরফি জাভেদ। প্যান্টের বোতাম খুলে অশ্লীল ভিডিও পোস্ট করতে ধেয়ে এল কটাক্ষ।

PREV
19

যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। ফের উদ্ভট পোশাক পরে সমালোচনার শীর্ষে উঠে এলেন উরফি জাভেদ।

29

সম্প্রতি ফের নতুন ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। এবার ক্যান খোলার ছিপি দিয়ে উর্ধ্বাংশের আবরণ বানিয়ে ফেললেন উরফি জাভেদ। কালো অন্তর্বাসের উপর ক্যানের টপ পরে নজর কেড়েছেন ফ্যাশনিস্তা।

39

 একঝলকে দেখে মনে হতে পারে শ্রাগ পরেছেন উরফি জাভেদ। কিন্তু ভাল করে দেখলেই বোঝা যাবে, ক্যান খুলে পানীয় খাচ্ছিলেন উরফি, সেখান থেকে এই ফন্দি এটেছেন উরফি।

49

তবে ব্রা-এর উদ্ভট পোশাক পরলেও প্যান্টের চেন খুলেই সটান রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি জাভেদ। নাভির নীচে অনেকখানি খোলা। ভি-আকৃতির উপতক্যা দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা।
 

59

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন বিগ বস ওটিটি খ্যাত অভিনেত্রী। পরনে গোলাপি রঙের অন্তর্বাস পরে দাঁড়িয়ে রয়েছেন উরফি। তবে বোল্ড আউটফিটের জন্য নয় বরং ভিডিও পোস্ট করে নজর কেড়েছেন উরফি জাভেদ।

69

ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারে দাঁড়িয়ে রয়েছেন উরফি জাভেদ। তিনি বলছেন, এই মুহূর্তে গোটা দেশ আপাতত এটাই দেখতে চাইছে। পরের আবার পশ্চিমী ব়্যাপে ঠোঁট মেলাচ্ছেন নায়িকা। গানের প্রতিটা লাইনে ট্রোলারদের ধুঁয়ে দিলেন উরফি জাভেদ।
 

79


উরফি বুঝিয়ে দিলেন, লোকজন যতই তাকে ঘৃণা করুক না কেন, তিনি নিজের জীবন নিজের শর্তেই বাঁচতে চান। এবং এতটা সহজে তাকে জেলে ঢোকানো যাবে না। তবে ভিডিওতে যে কারাগারটি দেখা যাচ্ছে, সেটা নিছকই টেকনোলজির কারসাজি।

89

দুবাইতে গিয়ে ঠিক কী হয়েছিল, তা নিজেই খোলসা করেছেন উরফি। লোকেশন নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। পুলিশ শুটিং স্থলে গিয়ে তা বন্ধ করে দিয়েছিল।  আসলে ওটা পাবলিক প্লেস এবং সেখানে নির্দিষ্ট সময় পর্যন্তই শুটিং করা যায়, তাই প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও বাড়তি সময় নেওয়া হয়নি। তাই বন্ধ করা হয় শুটিং, এর সঙ্গে জামাকাপড়ের কোনও সম্পর্ক নেই। আমরা পরের দিন শুটিং করি।

99

যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।  ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ।খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। 

click me!

Recommended Stories