
হিন্দি ছাড়াও একাধিক ভাষায় অনুষ্ঠিত হয় বিগ বস। সদ্য চলছে বিগ বস তামিল সিজন ৭। সেখানে হাজির হয়েছেন একাধিক সেলেব। এবার বিগ বস তামিল সিজন ৭-এ এসে কাস্টিং কাউচের অভিযোগ তুললেন এক অভিনেত্রী।
তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ছবিতে এক সময় জমিয়ে অভিনয় করেছেন বিচিত্রা। সদ্য বিগ বস তামিল ৭-র ঘরে দেখা যাচ্ছে বিচিত্রাকে। আর এই বিগ বসের ঘরে এসে বিনোদন দুনিয়ার এক রহস্য ফাঁস করলেন প্রাক্তন এই নায়িকা। তিনি জানান, কাস্টিং কাউচের কারণে এক সময় অভিনয় ছাড়তে হয়েছিল তাঁকে।
২০০০ সালে একজন নামী অভিনেতা ও চলচ্চিত্র দলের সকলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। নিজের অভিজ্ঞতার কথা বলেন নায়িকা। তিনি বলেন, তিনি একবার একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানে এক বিখ্যাত নায়কের সঙ্গে দেখা করতে যান। তিনি তাঁর নাম জিজ্ঞাসাও করেননি। উল্টে তাঁকে তাঁর ঘরে আসতে বলেন। বলেন, ‘তিনি আমার নামও জিজ্ঞাসার করলেন না এবং আমাকে তার ঘরে আসতে বললেন। আমি হতবাক হয়েছিলাম কারণ আমি প্রথমে বুঝিনি এটি কী ধরনের অঙ্গভঙ্গি।’
বিচিত্রা দাবি করেন, সেটে তাঁরে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছিল। বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ভুল করে হয়েগিয়েছে। কিন্তু পরে লোকটাকে যখন স্টান্ট মাস্টারের কাছে নিয়ে যাই, তখন সে পুরো ইউনিটের সামনে আমাকে চড় মেরেছিল।’ এমনকী, তিনি জানান পুরুষেরা রাতে মদ্যপান করে দরজায় ধাক্কা মারত। তিনি বলেন, ‘আমরা যে থ্রি স্টার হোলেটেল থাকতাম তার ম্যানেজার ছিলেন আমার স্বামী। তিনি ও তাঁর দল আমাকে নিরাপদে রাখার যথাসাধ্য চেষ্টা করেছিল। প্রতিদিন আমার রুম পরিবর্তন করতেন। আমার এখনও মনে আছে সেই শব্দটা। তখন ভয় পেয়েছিলাম।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
মায়ের সঙ্গে দেখা করতে টাইম ট্রাভেল করতে চান, খুঁদে প্রতিযোগীর কথায় হতবাক বিগ বি
IFFI 2023: পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হতেই খুনসুটি, ভাইরাল ফিল্ম ফেল্টিভ্যালের মজার ভিডিও