কাপড় নয়, খবরের কাগজ দিয়ে ঢাকলেন নগ্ন শরীর, বিদ্যার হটনেসে পুড়ে ছাই নেটিজেনরা

Published : Mar 08, 2023, 03:07 PM IST
Vidya Balan

সংক্ষিপ্ত

কফির কাপ হাতে ধরে চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন বলিউডের শেরনি। শরীরে পোশাক বলতে কিছুই নেই। চোখ সানগ্লাস পরে বুকের অর্ধেক ঢাকলেন খবরের কাগজ দিয়ে। বিদ্যা বালনের এই সাহসী ছবি এখন টক অফ দ্য টাউন।

বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী। সমালোচনা যেন তার পিছু ছাড়ে না। শরীরের বাড়তি ওজন থেকে পোশাকের জন্য বারবার কটাক্ষের মুখে পড়েছেন বিদ্যা বালন। বলিউডের খিলজি রণবীরের সিংয়ের নগ্ন ফোটোশ্যুট নিয়ে যখন উত্তাল হয়েছিল নেটদুনিয়া, তখন রণবীরের সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছিলেন বিদ্যা বালন। এবার রণবীরের মতো সাহসী ফোটোশ্যুটে নিজেকে উজাড় করে দিয়েছেন নায়িকা। যা দেখে খবরের শিরোনামে মুহূর্তে চলে এসেছেন নায়িকা।

কফির কাপ হাতে ধরে চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন বলিউডের শেরনি। শরীরে পোশাক বলতে কিছুই নেই। চোখ সানগ্লাস পরে বুকের অর্ধেক ঢাকলেন খবরের কাগজ দিয়ে। বিদ্যা বালনের এই সাহসী ছবি এখন টক অফ দ্য টাউন। খবরের কাগজ দিয়ে শরীর মুড়তে দিয়ে নিজেই খবরের শিরোনামে চলে এসেছেন। সাধারণত এমন হট লুকে নজর কাড়তে সেভাবে দেখা যায় না বিদ্যাকে। তবে বিদ্যার এই ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সাহসী ও বোল্ড অবতারে বিদ্যাকে দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

 

আসলে বিদ্যার এই হট লুকের পিছনে রয়েছেন বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি, যার এক ক্লিকেই জাদু। বলিউডের টপমোস্ট অভিনেত্রীরা নিজেদেরকে উজার করে দেন ডাব্বু রত্নানির ক্যালেন্ডার ফোটোশ্যুটে। সেমি ন্যুড থেকে ন্যুড -এই বিষয়টি যেন এখন জলভাত বলি অভিনেত্রীদের কাছে। সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন লাস্যময়ীরা। সম্প্রতি বলিউডের নামী ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে ক্যালেন্ডার শ্যুটে ঝড় তুললেন বিদ্যা বালন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কাবু হয়েছেন ভক্তরা। বোল্ডনেসে বলে বলে গোল দিয়েছেন বিদ্যা। ডাব্বু রতনানি নিজের সোশ্যাল মিডিয়ায় বিদ্যার এই ছবি শেয়ার করেছেন। ডার্টি পিকচার নায়িকার এহেন অবতারে কালঘাম ছুটছে ভক্তদের। তবে এটি কিন্তু হালফিলের তোলা ছবি নয় তা চেহারাতেই ধরা পড়েছে। ডাব্বু পুরোনো ক্যালেন্ডার শ্যুটের ছবি শেয়ার করেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন বিদ্যা বালন। শরীরের বাড়তি ওজন থেকে পোশাকের জন্য বারবার কটাক্ষের মুখে পড়েছেন বিদ্যা। তবু থেমে থাকেননি। থলথলে চেহারা নিয়ে মারকাটারি চাবুক ফিগারের নায়িকাদের একহাত নিচ্ছেন বিদ্যা বালন। বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী। সমালোচনা যেন তার পিছু ছাড়ে না। স্পষ্টবাদী, ঠোঁটকাটা হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি অভিনেত্রী বিদ্যা-বালনের। বলিউডে নারীকেন্দ্রিক ছবি করার পাশাপাশি হিন্দি ছবির চিত্রনাট্যে নারী চরিত্রের ভূমিকায় রদবদল আনার পিছনে অনেকটাই অবদান রয়েছে বিদ্যার। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিয়েছেন বিদ্যা বালন।

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?