- Home
- Entertainment
- Bollywood
- দিওয়ালি ধাকামা হবে সলমন খানের টাইগার ৩? পাঠানের তুলনায় কতটা পিছিয়ে স্পাই থ্রিলার
দিওয়ালি ধাকামা হবে সলমন খানের টাইগার ৩? পাঠানের তুলনায় কতটা পিছিয়ে স্পাই থ্রিলার
দিওয়ালিতে সলমন খান ভক্তদের উপহার টাইগার ৩। স্পাই মুভি দেখার জন্য ইতিমধ্যেই লম্বা লাইন। অ্য়াডভান্স বুকিং এ ইতিমধ্যেই ১২ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।
- FB
- TW
- Linkdin
টাইগার ৩র মুক্তি
সলমন খান ভক্তরা কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। দিওয়ালিতে মুক্তি পাচ্ছে টাইগার ৩। তবে তার আগেই লাভের মুখ দেখতে শুরু করেছেন স্পাই থ্রিলার।
টাইগার ৩-র কাস্ট
টাইগার ৩তে সলমন খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। হৃত্বিক রোশন ও শাহরুখ খানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
বক্স অফিস
রিলিজের আগেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে টাইগার থ্রি। অগ্রিম বুকিংএ যথেষ্ট লাভ করছে। ইতিমধ্যে বক্স অফিস কালেকশন ১২ কোটিরও বেশি টাকা
পাঠানকে টেক্কা টাইগারের
পাঠানের প্রথম দিনের বুকিং ছিল ৩২.৪৩ কোটি টাকা। সেই কারণে টাইগার এখনও পাঠানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
প্রথম দিনে আয়ের সম্ভাবনা
বিশেষজ্ঞদের মতে টাইগার ৩ প্রথম দিনে প্রায় ৪০ কোটি টাকা আয় করতে পারে। কারণ এখনই এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৪.৬৫ কোটি টাকার।
দিওয়ালিতে টাইগার ঝড়
দিওয়ালিতে টাইগার ৩ দেখতে বিপুল সংখ্যক মানুষ হলমুখী হবে বলেও আশা করেছে। কারণ এর আগের দুটি সিরিজ টাইগার আর টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসে যথেষ্ট সফল।
ছবির বিষয়
বাকি দুটির মত এই ছবিটিও স্পাই ইউনিভার্সের অংশ। যশ রাজ ফিল্মের ব্যানারে তৈরি এই ছবি। অনেকেই মনে করছে এটি প্রথম দিনে ১ কোটি টাকা আয় করতে পারে। পরিচালক মণীশ শর্মা।
বক্স অফিসের পূর্বাভাস
টাইগার ৩ এখনও পর্যন্ত বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকা আয় করতে পারে বলেও মনে করেছে।
ভাষা অনুযায়ী রোজগার
হিন্দি ভাষা থেকে ইতিমধ্যেই ১১ কোটি, তেলেগু ডাবিং থেকে ১৬ লক্ষ টাকা, তামিল থেকে ১.৭ কোটি টাকা আয় করেছে।
দক্ষিণে সলমনের জনপ্রিয়তা কম
অনেকেই মনে করছেন দক্ষিণ ভারতে সলমন খানের জনপ্রিয়তা শাহরুখ খানের তুলনায় অনেকটাই কম। তবে এর আগে সলমনের দাবাং ৩ ও কিসি কা ভাই কিসি কা জান দক্ষিণের বাজার ধরার চেষ্টা করেছিল।