Shanaya Kapoor: শানায়ার পারফর্মেন্স ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, ক্যাটরিনার সঙ্গে তুলনা করলেন সকলে

শানায়ার অসাধারণ প্যারফরমেন্স নজর কাড়ল সকলের। এমন নাচের ভিডিও প্রথমবার শেয়ার করলেন সানায়া কাপুর। আর এই ভিডিও দেখে সকলের একটাই মত, প্রস্তুতি চলছে ডেবিউ-র।

ভাইরাল হল সানায়া কাপুরের নাচের ভিডিও। পরনে কালো ট্রাউজার আক সবুজ ব্রা কাটিং টপ। ব্যাকগ্রাউন্ডে চলছে, ‘যরা তেরা উরাদা তো বতা’। এই গানে অসাধারণ প্যারফরমেন্স নজর কাড়ল সকলের। এমন নাচের ভিডিও প্রথমবার শেয়ার করলেন সানায়া কাপুর। আর এই ভিডিও দেখে সকলের একটাই মত, প্রস্তুতি চলছে ডেবিউ-র।

সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা প্রায়শই আসেন খবরে। তবে, নিজের কোনও কাজ নয়। বরং, স্টার কিড হওয়ায় মাঝে মধ্যেই চুরি করেন লাইম লাইট। তারই মাঝে তাঁর ফ্যাশন সেন্স সকলের নজর কাড়ে। শাহরুখ কন্যা সুহানা, চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা ও সঞ্জয় কন্যা শানায়েক সব সময় একসঙ্গে দেখা যায়। এই তিন বন্ধুর মধ্যে দুজন ইতিমধ্যে ডেবিউ করেছেন। অনন্যা তো কাজ করছেন জমিয়ে। সুহানাও বেশ খ্যাতি পেয়েছে। বলিউডে পা রেখেই এক নামী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন। এবার পালা শানায়ার।

Latest Videos

শানার পোস্ট করা ভিডিও মুহূর্তে হল ভাইরাল। নেহা কক্করের হিট ট্র্যাক ‘গলি গলি’ গানে পারফর্ম করলেন শানায়া। স্টুডিও-তে নাচতে দেখা যায় তাঁকে। আর সেই ভিডিও পোস্ট করলেন নিজের ইন্সটাগ্রামে। তারপরই তা মুহূর্তে হল ভাইরাল। শয় শয় সাইক তো বটেই। সঙ্গে ভরে গিয়েছে নানান কমেন্টে।

কেউ তাঁকে ক্যাটরিনার সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ক্যাটরিনার মতো দেখাচ্ছে তাঁকে। একজন লিখেছেন, এই প্রজন্মের আরেক ক্যাটরিনা। তেমনই অনেকেই তাঁর প্রশংসা করেছেন। জাহ্নবী লিখেছেন, Too Good। আবার সুহানা লিখেছেন, Wowwwww. Amazing. মাহিপ কাপুর লিখেছেন, Whooott whooottt.

 

 

 

এছাড়া, তাঁর একাধিক ভক্ত তাঁকে জানিয়েছেন শুভেচ্ছা। কেউ তাঁকে হট বলেছেন। কেউ বলেছেন বোল্ড। তেমনই সকলেই প্রশংসা করেছেন তাঁর নাচের দক্ষতার।

তবে, শানায়া প্রথম নয়। এর আগে একাধিক বলি তারকা নিজের নাচের ভিডিও এভাবে পোস্ট করেছেন। একবার জাহ্নবী কাপুরের বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছিল। সকলেই প্রশংসা করেছিলেন তাঁর নাচের দক্ষতার। সেবার জাহ্নবীও স্টুডিও-তে এমন ভিডিও শ্যুট করেছিলেন। পিছনে ছিলেন তাঁর প্রশিক্ষক। এছাড়া, এই তালিকায় আছেন আরও অনেক তারকা। জিমের তাঁরা প্রায়শই ভিডিও শ্যুট করে থাকেন। এবং তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সে যাই হোক, এদিকে প্রস্তুতি চলছে শানায়ার ডেবিউ-র। শশাঙ্ক খৈতানের ছবিতে অভিনয় করবেন শানায়া। চলছে ছবির কাজ।

 

আরও পড়ুন

Zara Hatke Zara Bachke: ভিকির নাচে ৩৬ হাজার ভুল বের করলেন ক্যাটরিনা, এই কারণেই কি নিম্মমুখী ছবির আয়?

Kajol: ছবি প্রচারের নতুন কৌশলে বিরক্ত ভক্তরা, দেখে নিন কী করলেন কাজল

Sonnalli Seygall: রাজকুমার রাও থেকে সানি সিং- সোনালীর রিসেপশনে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari