সংক্ষিপ্ত

৭১ তম মিস ওয়ার্ল্ড ফাইনাল এবার ভারতে অনুষ্ঠিত হবে। এবার অনুষ্ঠানের আয়োজন করবে ভারত।

কেটে গিয়েছে ২৭টা বছর। শেষ ১৯৯৬ সালে ভারতের বেঙ্গালুরুতে হয়েছিল ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতা। এবার ২৭ বছর পর ভারতে ফের অনুষ্ঠিত হতে চলেছে এই ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতা। এমনই জানানো হল সংস্থার পক্ষ থেকে। ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও জুলিয়া মোর্লে বলেছেন, ৭১ তম মিস ওয়ার্ল্ড ফাইনাল এবার ভারতে অনুষ্ঠিত হবে। এবার অনুষ্ঠানের আয়োজন করবে ভারত। তিনি বলেন, আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি। তারপর থেকে ভারত আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড ও পিএমই এন্টারটেইনমেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণীয় ও দর্শনীয় করে তুলতে পারে।

ভারতে মাত্র একবার অনুষ্ঠিত হলেও প্রতি বছর দেশের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন কোনও সুন্দরী। তেমনই একাধিকবার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে ভারত। ১৯৬৬ সালে ভারতীয় সুন্দরী রীতা ফারিয়া এই খেতাব জেতেন। ১৯৯৭ সালে জিতেছেন ডায়ানা হেডেন। ১৯৮৮ সালে ঐশ্বর্য রাই এই খেতাব জয় করেন। বর্তমানে তিনি সেরা বলিউড অভিনেত্রীর মধ্যে একজন। এরপর ২০০০ সালে জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র। শেষ ২০১৭ সালে বিজয়ী হন মানুষি চিল্লার। বর্তমানে বলিউডে পা রেখেন মানুষি। অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।

শেষ, ১৯৯৬ সালে মিস ওয়ার্ল্ড ভারতে অনুষ্ঠিত হয়েছিল। বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত হয়। সে সময় বিশেষ দায়িত্ব পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার ফের ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগীতা। ৭১ তম বিশ্বসুন্দরী প্রতিযোগীতার আয়োজন করবে ভারত। ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবে। তারা সবাই এক মাস এখানে থাকবে। প্রায় ২৭ বছর পর ভারতে হবে অনুষ্ঠান। যা নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। দেশে এই প্রতিযোগিতা নিয়ে গর্বিত সকলে।

সে যাই হোক, এখন সময়ের অপেক্ষা। এই অনুষ্ঠান সঠিক ভাবে আয়োজন করতে প্রস্তুক সকলে। সংস্থার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কাছে এটি সত্যিই গর্বের বিষয়। এই বিশেষ প্রতিযোগিতা সঠিক ভাবে সম্পন্ন করা সকলের কাছে এক গুরু দায়িত্ব। তবে, কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। 

 

আরও পড়ুন

‘বুকের একটা অংশ খালি খালি লাগছে...’ মিঠাই-র বিদায় বেলায় আবেগঘন পোস্ট বড় জামাই রাজীবের

Jolly LLB 3: আসছে জলি এলএলবি ৩, দুই উকিলের ভূমিকায় দেখা দেবেন অক্ষয়-আরশাদ

'নষ্টনীড় আসলে একটা সুন্দর গল্প', একান্ত আড্ডায় একযোগে বললেন সন্দীপ্তা সেন ও অদিতি রায়