পরস্ত্রীকে চুম্বন থেকে সহবাস, ইমরানের কীর্তি দেখে রেগে আগুন হয়ে কী করেছিলেন স্ত্রী

অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ইমরান হাশমিকে দেখে আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন স্ত্রী। পরের পরিণতি জানলে আঁতকে উঠবেন।

বলিউডে সিরিয়াল কিসার বলেই সবার আগে একজনের নাম মনে আসে। তিনি হলেন ইমরান হাশমি। পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার অভিনেতা। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে উত্তেজনা জাগানো অভিনেতার বাস্তব জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ইমরান হাশমিকে দেখে আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন স্ত্রী। পরের পরিণতি জানলে আঁতকে উঠবেন।

বলিউডের সেক্সিয়েস্ট অভিনেতা ইমরান হাশমির ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে উত্তেজনা জাগানো অভিনেতার বাস্তব জীবন কেমন, তা জানতে আগ্রহী ভক্তরা। ইমরান হাশমিকে অনেকেই প্রশ্ন করতেন অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপনাকে দেখার পর আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়।তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেতা। কখনই নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা। স্বামী ইমরানকে কখনওই অন্য় মহিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেননি ইমরান পত্নী পারভিন।

Latest Videos

 

 

অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ইমরান হাশমিকে দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন পারভিন।মার্ডার ছবির প্রিমিয়াকে মল্লিকা শেরওয়াতের সঙ্গে শরীরী মেলামেশা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি পারভিন। এগুলো কী করছ তুমি, এটা আর যাই হোক বলিউডের ধাঁচ নয়। এখানেই শেষ নয়,ইমরানের হাত আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন স্ত্রী। সেই নখের দাগও দীর্ঘদিন দগদগে ছিল অভিনেতার হাতে। অন্য মহিলাকে চুমু খাওয়া হোক কিংবা সঙ্গমের ঘনিষ্ঠ দৃশ্য হোক স্বামীকে এভাবে মানিয়ে নিতে অনেকটাই অসুবিধা হয়েছিল পারভিনের। যদিও স্ত্রীকে মানিয়ে নেওয়ার নতুন পদ্ধতি অবলম্বন করে বোঝাপড়াক মাধ্যমেই নিজেদের সম্পর্ক অটুট রেখেছেন ইমরান।সিরিয়াল কিসার হওয়ার পাশাপাশি যে কোনও ছবিতেই নিজের বেস্টটা উজার করে দিচ্ছেন বলি অভিনেতা ইমরান হাশমি। তারপরেও 'কিসিং কিং'-তকমাটা যেন জুড়ে গেছে তার সঙ্গে। প্রথমদিকে ছবি যেমন মার্ডার, জহর, গ্যাংস্টার, জন্নত প্রতিটি ছবিতেই ইমরানের চুম্বনের দৃশ্য ঝড় তুলেছিল পর্দায়। ইমরান জানিয়েছেন, একসময়ে তার কথা ভেবেই চুম্বনের দৃশ্য তৈরি হতো পর্দায়। এবং শরীরী নেশা জড়ানো সঙ্গম, চুম্বনেই ছিল বক্স অফিসের লক্ষ্মী। কিন্তু একটানা অন্তরঙ্গ দৃশ্যে কিসিং কিং-এর তকমাটা যেন বড্ড একঘেয়ে হয়ে পড়েছিল ইমরানের জীবনে। এমনকী স্বামী ইমরানকে কখনওই অন্য় মহিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেননি ইমরান পত্নী পারভিন। তারপরেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিতেই কাজ বন্ধ হল বলিউডে। বেশ কিছুদিন রূপোলি পর্দায় দেখা যায়নি ইমরানকে। তারপরেই আজহার ছবিতে পুরোনো ইমেজ ভেঙে নিজের অভিনয় যোগ্যতা দিয়ে সবটা প্রমাণ করেছেন ইমরান।

আরও পড়ুন-

ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠতায় মজে মাধুরী, রোম্যান্টিক দৃশ্য দেখে হতবাক করণ

বিধায়কের মেয়ে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছডা়চ্ছেন! এক কালে ইমরান হাশমির নায়িকা হয়েছিলেন

সলমন-ক্যাটের অন্তরঙ্গ ঘনিষ্ঠতায় ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি ইমরান, 'চিরকুমার'ই কি থেকে যাবেন ভাইজান

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM