ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করতে শুরু করেছে 'ব্রহ্মাস্ত্র'। বিশেষ করে যে কোনও ছবির ক্লাইম্যাক্স নিয়ে টানটান উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে। ছবির ক্ল্যাইম্যাক্সে নানা পরিবর্তন এনেছেন পরিচালক।
গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'ছবি। এই ছবিকে কেন্দ্র করে হাজারো বিতর্কও শুরু হয়েছিল। তবে ছবির বক্স অফিস কালেকশন সব বিতর্ককে ছাপিয়ে গেছে। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীর আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'। এখনও বেশ কিছু সিনেমা হলে ছবিটি চলছে। তবে এখনও যারা সিনেমাহলে গিয়ে সিনেমাটি দেখেননি তাদের যখন সুখবর। এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন। ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করতে শুরু করেছে 'ব্রহ্মাস্ত্র'।
ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, ওটিটিতে স্ট্রিম করানোর আগে ছবিতে বেশকিছু পরিবর্তন এনেছেন। বিশেষ করে যে কোনও ছবির ক্লাইম্যাক্স নিয়ে টানটান উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে। ছবির ক্ল্যাইম্যাক্সে নানা পরিবর্তন এনেছেন পরিচালক। এছাড়াও ছবির সাউন্ডেও সুক্ষ্মতা আনা হয়েছে। এর জন্য সঙ্গীত পরিচালক প্রীতমকেও সামনে এগিয়ে আসতে হয়েছে। ছবি থেকে বাড়তি সাউন্ড সরিয়ে দিয়েছেন পরিচালক। এডিটে গিয়ে নানা রকম পরিবর্তন করেছেন অয়ন। এর জন্য টিম সর্বক্ষণ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন অয়ন।
অয়ন জানিয়েছেন, সিনেমা হলে ব্রহ্মাস্ত্র যে ভার্শানে মুক্তি পায় তাতে অভিনেতা-অভিনেত্রীদের এক্সপ্রেশন ভাল মতো ধরা পড়েনি। বেশ পরিমাণে জোর দেওয়া হয়েছে ভিএফএক্সের উপরেই। তবে ওটিটি-র ক্ষেত্রে এডিটের কাজে অনেকটাই বদল করা হয়েছে। এমনকী আলিয়ার মুখেও আরও কিছু সংলাপ বসানো হয়েছে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। বিশেষত এটি এমন একটি চলচ্চিত্র , যা কিনা বলিউডকে পুনরুজ্জীবিত করেছিল বহু ফ্লপের পরে। রণবীর আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' ছবি নিয়ে দর্শক থেকে সমালোচকদের অনেক আশা ছিল। সেই আশাও পূরণ করেছে ছবিটি। একমাসেরও বেশি প্রেক্ষাগৃহে চলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতেই রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলেছেন প্রথমবার। ইতিমধ্যেই এই ছবি অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আলিয়া ও রণবীরকে বড়পর্দায় দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মোট পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল, কানাড়া, তেলেগু, মালায়ালম। পুরাণ ও ফ্যান্টাসিকে মিলিয়ে দিয়ে 'ব্রহ্মাস্ত্র'র গল্প বুনেছেন পরিচালক। ব্রহ্মাস্ত্রের মূলমন্ত্রই হল ভালবাসার শক্তি। ভালবাসা যা কিনা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেটা সিনেমার বাইরে, জীবনের ভিতরে। এছাড়াও আলিয়া ও রণবীরের রোম্যান্স ছবির মূল ইউএসপি। ছবির ভিএফএক্স ও দুর্দান্ত। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শিবের চরিত্রে দেখা গেছে রণবীর কাপুরকে। শিবের বান্ধবী ইশার চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে। রণবীর-আলিয়া অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' -তে প্রথমবার একসঙ্গে দেখা গেছে বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছিল । তবে মুক্তির পর চুটিয়ে ব্যবসা করেছে এই ছবি। 'ব্রহ্মাস্ত্র'- তে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা গেছে।
আরও পড়ুন-
ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাচ্ছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা’
অন্তঃসত্ত্বা আলিয়াকে নিয়ে মন্দিরে যেতে চাইনি, বায়না করতেই ঘটল বিপত্তি, জানালেন অয়ন মুখোপাধ্যায়
ব্রহ্মাস্ত্র নিয়ে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি জেনে নিন