News Round UP: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. এসআইআর লাগু হতেই রাজ্য জুড়ে ক্রমশ ছড়াচ্ছে নানারকম বিভ্রান্তি। জনমানষে তৈরি হচ্ছে ভীতি। এবার তা কাটতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুছে ফেলা হল আগের ওয়েবসাইট। এবং চালু করা হল নতুন ওয়েব সাইট। যেখানে মিলবে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় তথ্য। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
২. আগেই জানানো হয়েছিল যে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। সেইমতো দুর্গাপুজোর আগেই নিয়ে নেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমিস্টার পরীক্ষা। আর শুক্রবার পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টারের ফলাফল। সাফল্যের নিরিখে জয়জয়াকার জেলার। তবে মেধা তালিকার শীর্ষে রয়েছে পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। সকলকে তাক লাগিয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল পশ্চিমবঙ্গের এই জেলা। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?
৩. আবগারি দুর্নীতি থেকে শিশমহল। এ যেন কেজরিওয়াল যেখানে বিতর্ক সেখানে। এবার স্বপ্নের বিলাসবহুল শিশমহল তৈরি করে বিতর্কে জড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ সরকারি টাকায় নিজের শখ মেটাতে প্রাসাদপম বাংলা বানিয়েছেন এই আপ নেতা। এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের (BJP)। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
'আপের দুর্নীতি এবং শিশমহল', সোশ্যাল মিডিয়ায় উপগ্রহ চিত্র পোস্ট করে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির
৪. ২০২৪ সালের ৫ অগাস্ট কোটা বিরোধী আন্দোলনের পর থেকে এক নিমেষে গণ বিক্ষোভের জেরে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমনকি এখনও বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য। ২০২৫ সাল শেষ হতে গেলেও এখনও পর্যন্ত মেলেনি ইসকন সন্ন্যাসী চিন্ময়প্রভুর জামিন। পদ্মাপারের অশান্তি নিয়ে এবার মুখ খুললেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ই-মেইল মারফত তিনটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে লিখিত সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। সেখানেই বাংলাদেশের গণ আন্দোলন, ছাত্র বিক্ষোভের জেরে মৃত্যু, নির্বাচন সহ তার দেশে ফেরা নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এমনকি সেদিনের ঘটনায় তিনি যে মোটেও ব্যক্তিগত ভাবে অনুতপ্ত নন সে কথাও এদিন স্পষ্ট করে সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনা। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
'বাংলাদেশ গণ আন্দোলন-হত্যাকাণ্ডে ব্যক্তিগত ভাবে অনুতপ্ত নই', মুখ খুললেন দেশত্যাগী শেখ হাসিনা
৫. ২০০৮ থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground) টি-২০ ম্যাচে অপরাজিত ছিল ভারতীয় দল। শুক্রবার সেই অপরাজিত দৌড় থেমে গেল। এদিন টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া (Australia vs India)। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিন ব্যাটারদের ব্যর্থতার জন্যই হারতে হল ভারতীয় দলকে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অলরাউন্ডার হর্ষিত রানা (Harshit Rana) ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। বোলাররা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হল না। ১৩.২ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় পেল অস্ট্রেলিয়া। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ: মেলবোর্নে ১৭ বছরের অপরাজিত দৌড় শেষ ভারতের
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


