বাবার কাছে খবর নেই, এদিকে বিয়ের শপিং করছেন ফারহান

  • বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান
  • বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে
  • কিছুই জানেন না বাবা
  • চলতি বছরই বিয়ে করতে পারেন অভিনেতা

বেশ কয়েকবছর ধরেই শিবানীর সঙ্গে একপ্রকার চুটিয়ে প্রেম করছেন ফারহান আখতার। কবে তাঁর বসবেন বিয়ের পিঁড়িতে, সেই প্রশ্ন ২০১৯ সাল থেকেই ঘুরে ফিরছে সকলের মন। নেট দুনিয়ায় তোলপাড় করা একাধিক ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন ২০১৯-এর শেষেই তাঁরা বিয়ে করবেন। কিন্তু তেমনটা ঘটেনি। 

আরও পড়ুনঃ বলিউডে দু-দশকের সফরনামা, হৃত্বিকের জাদুতে আজও কাবু আট থেকে আশি

Latest Videos

আরও পড়ুনঃ ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

নতুন বছর পড়তে না পড়তেই এবার ফারহানের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে যে চলতি বছরই বিয়ে করতে চলেছেন ফারহান আখতার। সম্প্রতি ছেলের জন্মদিনে ফ্রেমবন্দি হয়েছিলেন তাঁর বাবা ও মা। সেখানেই ফারহানের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করলে, জাভেদ আখতার জানান, যে তিনি কিছুই জানেন না ফারহার বিয়ে সম্পর্কে। সঙ্গে তিনি আরও বলেন বড় হচ্ছে, ব্যক্তিগত কিছু থাকতেই পারে। 

 

 

অন্যদিকে বিয়ের শপিং নাকি শুরু করে দিয়েছেন এই জুটি। প্রকাশ্যেই এবার এমনটা শোনা যাচ্ছে বলি-পাড়া থেকে। কিন্তু শিবানীকে কেমন লাগে তাঁর, মুহূর্তে উত্তর দিলেন, শিবানী ভালো মেয়ে। অন্যদিকে বিয়ের প্রস্তুতি নাকি এক প্রকার শুরু করে দিয়েছেন ফারহান। চলতি বছরই অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে তুফান ছবি। তারপরই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে পারেন ফারহান। 

Share this article
click me!

Latest Videos

কি স্পর্ধা! সরাসরি মোদীকে হুমকি! Sarjis Alam on PM Modi #shorts #shortsvideo #shortsviral
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya
পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
নিজের দেশের প্রাক্তন সেনা সদ্যসদের 'পাগল' বললেন! Bangladesh News #shorts #shortsviral #shortsfeed
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি