ছবির জন্য নেবেন ১২০ কোটি, অক্ষয়ের পারিশ্রমিক শুনে হতবাক পরিচালক

Published : Jan 22, 2020, 08:51 PM IST
ছবির জন্য নেবেন ১২০ কোটি, অক্ষয়ের পারিশ্রমিক শুনে হতবাক পরিচালক

সংক্ষিপ্ত

বিপুল পরিমানের পারিশ্রমিক অক্ষয়কে ছবিতে নিতে মাথায় ঘাম পরিচালকের  অক্ষয় ছবিতে থাকা মানেই ছবি হিট বিশ্বের সর্বাধিক পারিশ্রমিকের তালিকাতে নাম লেখাতে চলেছেন অক্ষয়

ছবির বাজারে প্রথম থেকেই অক্ষয় কুমার বক্স অফিস হিট। মাঝে নব্বইয়ের দশকের পর কিছুটা সময় কেরিয়ারে ঘাটতি দেখা গিয়েছিল। তখনই নিজেকে ছবির জগত থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন অক্ষয় কুমার। কেবল বলিউড থেকে নয়, ভারতের বুক থেকেও সরে যেতে চেয়েছিলেন সেই সময় অভিনেতা। কিন্তু কিছুদিনের মধ্যেই ঘুরে ছিল ভাগ্য। 

আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদে বয়সের ব্যবধানকেই দায়, ডিভোর্স নিয়ে নয়া সাফাই সইফের

আরও পড়ুনঃ উরি-র ছল্লা গানে উদ্দাম নৃত্য কার্গিল জওয়ানের, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

এরপর থেকে ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে। একের পর এক ছবি বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। ২০১৯ -এ তা আরও একবার প্রমান করে দিয়েছেন অক্ষয় কুমার। গতবছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের চার ছবিই বক্স অফিসে পেরিয়েছিল একশো কোটির গণ্ডি। ফলে এবার পারিশ্রমিক নিয়ে কড়া পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার। 

সম্প্রতি আগামী ছবির প্রস্তাব নিয়ে অক্ষয় কুমারের কাছে হাজির হয়েছিলেন জিরো ছবির পরিচালক আনন্দ রাই। সেই ছবি বক্স অফিসে সেভাবে ফল না করায় এবার নতুন চিত্রনাট্য সাজালেন পরিচালক আনন্দ রাই। সেই ছবির প্রস্তাব নিয়েই তিনি হাজির হয়েছিলেন অক্ষয় কুমারের কাছে। ছবি করার জন্য অভিনেতা চেয়ে বসলেন ১২০ কোটি টাকা। শুনে হতবাক পরিচালক। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে