বিবাহ বিচ্ছেদে বয়সের ব্যবধানকেই দায়, ডিভোর্স নিয়ে নয়া সাফাই সইফের

Published : Jan 22, 2020, 07:26 PM IST
বিবাহ বিচ্ছেদে বয়সের ব্যবধানকেই দায়, ডিভোর্স নিয়ে নয়া সাফাই সইফের

সংক্ষিপ্ত

ছবির প্রচারে খোলামেলা সইফ আলি খান প্রকাশ্যে অমৃতাকে নিয়ে কথা বললেন অভিনেতা জানালেন বিবাহ বিচ্ছেদের ঘটনাও সন্তানদের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বললেন তিনি 

নব্বইয়ের দশকে বলিপাড়ায় ঝড় তুলেছিল নবাব পুত্রের বিয়ে। অমৃতার সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর মাত্র কুড়ি বছর বয়সেই বিয়ে করে নিয়েছিলেন সইফ আলি খান। এই বিয়ের খবরে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। তবে বিয়ের খবর যতটা না ছড়িয়েছিল, তার থেকে বেশি মাথাচারা দিয়ে উঠেছিল বিবাহ বিচ্ছেদের খবর। বিয়ের পর এই দম্পতির দুই সন্তানও হয়। কিন্তু কোথাও গিয়ে দানা বাঁধছিল না সেই সংসার। অবশেষে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল নবাব পুত্রকে। 

আরও পড়ুনঃ উরি-র ছল্লা গানে উদ্দাম নৃত্য কার্গিল জওয়ানের, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

জাওয়ানি জানেমন ছবির প্রচারে এসে সেই সম্পর্ক নিয়েই এবার মুখ খুললেন সইফ আলি খান। প্রকাশ্যেই জানালেন তাঁর বিবাহ বিচ্ছেদের কথা। সইফ আলি খানের কথায়, সাংসারিক এই বিষয়গুলো সামলানোর জন্য তিনি অনেক বেশি ছোট ছিলেন। তাই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসাটাই শ্রেয় ছিল। কিন্তু সন্তানদের সঙ্গে ঘনিষ্ট ছিলেন সইফ। তাঁদের সঙ্গে সম্পর্কের ফারাটা ঘটেছিল অনেকটাই।

বিবাহ বিচ্ছেদ হলেও তা খুব যত্নের সঙ্গে সামলে নিয়েছিলেন অমৃতা সিং ও সইফ আলি খান। পরবর্তীতে দুই সন্তারে সঙ্গে সম্পর্ক অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। অনেক সময় দেখা যেত যে সইফের সঙ্গে তাঁরা অনেক বেশি সহজ হয়ে উঠেছে। দ্বিতীয় বিয়ের পরেও সম্পর্কগুলিকে ব্যালেস করে এসেছেন সইফ আলি খান। 
 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন