কিছু কারণ বশত এই স্টোরিটি পরিত্যক্ত করা হল

  • ১৯২১ সালে কলকাতায় জন্মেছিলেন সত্যজিৎ রায় 
  • তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান 'জলসাঘর' 
  • আয়োজন করছে  গোখেল কলেজের ইংরেজি বিভাগ
  • থাকবেন  শর্মিলা, ধৃতিমান, অপর্ণা, বরুণ চন্দ, মধুজা  

Asianet News Bangla | Published : Jun 30, 2021 2:16 PM IST / Updated: Jul 01 2021, 12:49 PM IST


সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 'জলসাঘর' করতে চলেছে এবার কলকাতার গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ। পয়লা জুলাই থেকে ৩ জুলাই, টানা তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করছে এই কলেজের ইংরেজী বিভাগের পড়ুয়ারা। ৩ দিনের এই অনুষ্ঠানে সত্যজিত রায়কে ঘিরে আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগীতা থেকে  'সত্যজিৎ এবং চলচিত্র আধুনিকতা' সহ আরও বিবিধ অনুষ্ঠান থাকছে। তবে 'জলসাঘর'-এর অন্যতম আকর্ষণ, যারা সত্যজিতের ছবিতে কাজ করেছেন অথবা তাঁর সঙ্গে নানা মুহূর্তে জড়িয়ে, তারাও থাকবেন এই অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, বরুণ চন্দ, সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায় এবং ড. মধুজা মুখোপাধ্যায়।  বাকিটা জানতে নীচের লিঙ্কে বিস্তারিত পড়ুন।

 
 আরও পড়ুন, সত্যজিৎ-র জন্ম শতবার্ষিকীতে 'জলসাঘর' গোখেল কলেজে, মহারাজাকে সেলাম জানাবে অর্পণা-শর্মিলারাও

 

 

Share this article
click me!