রিয়ালিটি শো-এর পরই বড়পর্দা, এবার বিনোদন জগতে ব্যাটিং করবেন হরভজন সিং

Published : Feb 03, 2020, 07:51 PM ISTUpdated : Feb 03, 2020, 07:55 PM IST
রিয়ালিটি শো-এর পরই বড়পর্দা, এবার বিনোদন জগতে ব্যাটিং করবেন হরভজন সিং

সংক্ষিপ্ত

ইতিহাস গড়লেন হরভজন সিং তেলেগু ছবিতে অভিনয় করছেন তিনি এর আগে রিয়ালিটি শো-তে হাতেখড়ি হয়েছিল তাঁর এবার বড় পর্দায় ব্যাটিং করবেন খেলোয়াড়

বাইশ গজে ছক্কা হাঁকিয়েছেন তিনি বহুবার। খেলার দুনিয়ায় তাঁর অগুণতি ভক্তের সংখ্যা। এবার সেই তারকাই নাম লেখালেন নতুন অধ্যায়ে। তিনি হলেন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় হরভজন সিং। ব্যাটে বলে কারবার ছিল এতদিন যাঁর সেই মানুষটাই এবার পর্দার সামনে অভিনয় জগতে। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশন তাঁর কাছে নতুন বিষয় নয়। 

আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকার সঙ্গে আবারও পর্দায়, বাঘি-৩ পোস্টারে ঝড় তুললেন টাইগার

হরভজন সিং ২০১৯-এই রিয়ালিটি শো-এর মাধ্যমে বিনোদন জগতে নাম লিখিয়েছিলেন। রোডিস-এ তাঁকে পেয়েছে দর্শকেরা। তবে এবার আর ছোট পর্দায় নয়, বড় পর্দাতেই হাতে খড়ি হতে চলেছে তাঁর। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি করার কথা। ছবির নাম ফ্রেন্ডশিপ। এবার সামনে এল ছবির পোস্টার। ছবিটি তামিল। ফলে তাঁকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে বলেও সূত্রের খবর। 

 

 

নয়া রেকর্ড গড়লেন হরভজন সিং। প্রথম ভারতীয় ক্রিকেটর, যাঁর হাতে খড়ি হল সিনেমার পর্দায়। এর আগে কোনও ভারতীয় খেলোয়াড় ছবিতে অভিনয় করেননি। সোমবার প্রকাশ্যে এল সেই ছবির পোস্টার। যেখানে দেখা গেল দুই পুরুষের হাত বাঁধা রয়েছে একটি হাতকড়ার মাধ্যমে। ছবিটি পরিচালনা করছেন জন পল রাড ও শ্যাম সূর্য। ২০২০-তেই মুক্তি পাবে এই ছবি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার