মা হলেন 'হ্যারি পটার' খ্যাত বিখ্যাত অভিনেত্রী 'পদ্মা পাতিল', কোলে এল ফুটফুটে কন্যাসন্তান

Published : Jul 27, 2021, 01:56 PM ISTUpdated : Jul 27, 2021, 02:03 PM IST
মা হলেন 'হ্যারি পটার' খ্যাত বিখ্যাত অভিনেত্রী 'পদ্মা পাতিল', কোলে এল ফুটফুটে কন্যাসন্তান

সংক্ষিপ্ত

ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন হ্যারি পটার খ্যাত বিখ্যাত অভিনেত্রী আফসান আজাদ। প্রথমবার মেয়ের মা হয়ে ভীষণই উচ্ছ্বসিত ব্রিটিশ অভিনেত্রী। ব্রিটেন অভিনেত্রী আফসান হ্যারি পটার সিরিজে পদ্মা পাতিলের চরিত্রে অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন হ্যারি পটার খ্যাত এই নায়িকা।  

ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন হ্যারি পটার খ্যাত বিখ্যাত অভিনেত্রী আফসান আজাদ। প্রথমবার মেয়ের মা হয়ে ভীষণই উচ্ছ্বসিত ব্রিটিশ অভিনেত্রী। ব্রিটেন অভিনেত্রী আফসান হ্যারি পটার সিরিজে পদ্মা পাতিলের চরিত্রে অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন হ্যারি পটার খ্যাত এই নায়িকা।

আরও পড়ুন-Pregnant ঐশ্বর্য, হাত দিয়ে আড়াল করেও ঢাকতে পারলেন না বেবিবাম্প, তবে কি দ্বিতীয়বার মা হচ্ছেন অ্যাশ

আরও পড়ুন-থলথলে মেদ শরীর ফুলে Double, অকালে বুড়িয়ে যেতে চান না করিনা, কোন মন্ত্রে ধরে রেখেছেন যৌবন

আরও পড়ুন-সহবাসের যৌনতা খনিকের, কিন্তু স্বামীর অত্যাচার সহ্য করা যায় না, কেন বললেন অন্তঃসত্ত্বা নুসরত

একরত্তির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছেন  অভিনেত্রী আফসান আজাদ। ছবিতে দেখা যাচ্ছে, হালকা বেগুনি রঙের প্রিন্টেড ফুল হাতা পোশাক পরে রয়েছেন তার একরত্তি 'বেবি কাজি'। পাশে রাখা একটি চাদরের উপরেই স্বাগত জানিয়ে লেখা 'হ্যালো পৃথিবী'। মেয়ের ছবি প্রকাশ্যে আনতেই উপচে পড়েছে ভিড়।

 

 

সামাজিক মাধ্যমে মেয়ের ছবি শেয়ার করে আফসান লেখেন, 'ঈশ্বরের আশীর্বাদে আমাদের রাজকন্যা অবশেষে এখানে। ঈশ্বর আমাদের সবচেয়ে নিখুঁত, সুন্দর এবং মূল্যবান জিনিসটাই উপহার দিয়েছে। আমার তার ভালবাসায় বিস্মিত। আপাতত বিরতি নিচ্ছি এই অনুভূতি এবং প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই। আমি নিশ্চিত খুব শীঘ্রই ফিরে আসব।' চলতি বছর এপ্রিলেই মা হওয়ার খবর প্রথমবার প্রকাশ্যে আনেন আফসান। বেবি শাওয়ারের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। শেষবারের মতো হ্যারি পটার সিরিজে পদ্মা পাতিলের চরিত্রেই দেখা গিয়েছে আফসানকে। আপাতত মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করতে চান অভিনেত্রী।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা