মি টু'র জেরে ২৩ বছরের জেল খাটছিলেন হার্ভে, করোনায় আক্রান্ত এই প্রাক্তন প্রযোজক

  • মি টু'র জেরে ২৩ বছরের জেল হয় হার্ভে উইনস্টেইনের। 
  • ধর্ষণ এবং যৌন নিগ্রহের একাধিক মামলা তাঁর বিরুদ্ধে। 
  • সম্প্রতি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।

Adrika Das | Published : Mar 23, 2020 9:25 AM IST / Updated: Mar 23 2020, 02:57 PM IST

বছর তিনেক আগে মি টু মুভমেন্টের জেরে ধরা পড়েছিলেন হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইন। ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগে ২৩ বছর কারাদন্ড দন্ডিত হয়েছিলেন তিনি। সম্প্রতি জেলের মধ্যে থাকা অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হার্ভে।  

আরও পড়ুনঃপকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন রণবীর, বলিউডে পা রেখেই ঝড় তুলেছিলেন অভিনেতা

আরও পড়ুনঃবিরিয়ানি থেকে ফিরনি, হোম আইসোলেশনে নুসরতের পিকনিক

৬৮ বছর বয়সী প্রযোজককে নিউ ইয়র্কের এক জেলে রাখা হয়েছিল। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে এই নিউ ইয়র্কের জেল থেকে ৩৫০ মাইল দূরে বাফেলোর এক জেলে রাখা হয়। আপাতত চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুনঃ'আর পাপ বাড়াবেন না', খোলা আকাশে ঈশ্বরকে মালা পাঠানোর ভিডিও শেয়ার করে বার্তা রাখির

প্রসঙ্গত হলিউডের তাবড় তাবড় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক সহ প্রায় ৯০ জন মহিলা হার্ভের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন। প্রাক্তন অভিনেত্রী জেসিকা ম্যান ধর্ষণের অভিযোগ এনেছিলেন হার্ভের বিরুদ্ধে। অধিকাংশ মহিলাই বিনোদন জগতের যুক্ত।  

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!