হাততালি থেকে ড্রাম, জনতা কারফিউতে যোগ দিলেন টলি-বলি তারকারা

Published : Mar 22, 2020, 07:37 PM ISTUpdated : Mar 22, 2020, 07:46 PM IST
হাততালি থেকে ড্রাম, জনতা কারফিউতে যোগ দিলেন টলি-বলি তারকারা

সংক্ষিপ্ত

বলিউড থেকে টলিউড সকলেই যোগদান করলেন জনতা কারফিউতে। কেউ ড্রাম বাজিয়ে তো কেউ হাততালি দিয়ে যোগদান করলেন কারফিউতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকলের কারফিউ মেজাজ।

সাধারণ মানুষের পাশাপাশি জনতা কারফিউতে যোগদান করলেন বলিউড থেকে টলিউড সেলেব্রিটিরাও। কেউ বারান্দায় ত কেউ ছাদে, একে একে সকল সেলেব্রিটিরাই সময় মতো জনতা কারফিউতে অভিবাদন জানিয়েছেন সে সকল মানুষদের জন্য যারা দিনরাত খেটে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের সুস্থ করার চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃসোমবার থেকে বাংলায় লক ডাউন, বিনোদনের খোঁজ দেবে এই পাঁচ বাংলা ওয়েব সিরিজ

আরও পড়ুনঃএকই হোটেলে ছিলেন কণিকা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

 

 

 

 

 

 

নিজেদের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে রণবীর সিং ও দীপিকা পাডুকোন যোগদান করেছেন এই জনতা কারফিউতে। দীপিকা হাসিমুখে হাততালি দিয়ে এবং রণবীর ড্রাম বাজিয়ে শ্রদ্ধা জানালেন স্বাস্থ্যকর্মীদের। 

 

 

দীপিকা-রণবীরের পাশাপাশি গোটা বচ্চন পরিবারকে দেখা গেল জলসার ছাদে। সঙ্গে ছিল ছোট্ট আরাধ্যাও। বেশ ভিন্ন ভাবে কারফিউতে যোগ দিয়েছিলেন হৃত্বিক রোশন এবং অক্ষয় কুমার। সাদা-কাল পোশাক পরে পাঁচিলের উপর উঠে হাততালি দিলেন। 

 

 

 

 

 

জনতা কারফিউতে যোগদান করেছিলেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। এই তালিকায় রয়েছেন, অনুপম খের, করিশ্মা কাপুর, শিল্পা শেট্টি, কিয়ারা আডভানি, কার্তিক আরিয়ান, রাকুল প্রীত সিং, জাহ্নবী কাপুর, শ্রদ্ধা কাপুর, কঙ্গনা রনাওয়াত, আমিশা প্যাটেল সহ অনেকেই।

আরও পড়ুনঃ'কোয়ারেন্টাইনে না থেকে তখন সবাই হোলি খেলছিল', কণিকাকে সমর্থন করে সোনমের ট্যুইট

বলিউডের পাশাপাশি ছিলেন টলিউডের তারকারাও। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী তাঁদের আরবানার অ্যাপার্টমেন্টের জানলা থেকে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। অভিনেতা যশ দাশগুপ্তও নিজের বাড়ির আশপাশের জনতা কারফিউর ভিডিও করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?