প্রয়াত হলিউড অভিনেতা কার্ক ডগলাস, শোকবার্তা জানিয়ে খবর দিলেন ছেলে মাইকেল

Published : Feb 06, 2020, 11:53 AM IST
প্রয়াত হলিউড অভিনেতা কার্ক ডগলাস, শোকবার্তা জানিয়ে খবর দিলেন ছেলে মাইকেল

সংক্ষিপ্ত

প্রয়াত হলিউড অভিনেতা কার্ক ডগলাস মৃত্যুর খবর জানালেন মাইকেল মৃত্যু কালে বয়স হয়েছিল ১০৩ হলিউডে শোকের ছায়া

চলে গেলেন হলিউড অভিনেতা কার্ক ডগলাস। মুহূর্তে হলিউডে পড়ল শোকের ছায়া। সাদাকালো ছবির পর্দা থেকে শুরু যাত্রা। সেখান থেকেই একের পর এক ছবিতে কাজ। মুহূর্তে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। বুধবার তাঁর মৃত্যুতে পরিবারে নেমে আসে শোক। বাবার মৃত্যুর খবর জানান মাইকেল। 

আরও পড়ুনঃ প্রয়াত মিস শেফালি, চলচ্চিত্র জগত হারাল প্রথম বাঙালি ক্যাবারে ডান্সারকে

মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কুড়ির দশকের সর্বাধিক খবরের শিরোনামে ছিলেন এই তারকা। ১৯৪৬ সালে প্রথম পর্দায় অভিনয় করেছিলেন তিনি, ছবির নাম দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স। এর আগে তিনি বহু নাটকেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। একাধারে মঞ্চ ও প্রেক্ষাগৃহে একাই একশো অভিনেতা। 

বাবার মৃত্যুর খবর শেয়ার করে এদিন মার্শাল ডগলাস একটি বিবৃতি দেন, শেখানেই লেখা থাকে- দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছি, আজ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। কার্ক অভিনীত অন্যতম ছবিগুলি হল- চ্যাম্পিয়ন, স্পার্টাকাস, লাস্ট ফর লাইফ। ষাটের দশকে পর্দায় ঝড় তোলা এই অভিনেতা তিন তিনবার মনোনিত হয়েছিল অস্কারের জন্য।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার