অ্যালবার্ট আইনস্টাইনের মুখোমুখি চ্যাপলিন, কথার মারপ্যাঁচে কাত করেছিলেন বিজ্ঞানীকে

  • চার্লিনের জীবনে রয়েছে একাধিক গল্পের সম্ভার
  • পর্দার সামনে কোনও দিন কথা না বললেন কথাটা তিনি ভালোই বলতেন
  • বিজ্ঞানীকে দেওয়া উত্তর আজও মানুষের মুখ মুখে ফেরে
  • কী বলেছিলেন চার্লি অ্যালবার্টকে
চার্লি চ্যাপলিনের জীবন কাহিনি বেজায় দীর্ঘ। একের পর এক ঝড়ের মুখে পড়ে জীবন নিয়েছিল একাধিক বাঁক। কখনও স্বস্তিতে অভিনয়, কখনও আবার দারিদ্রতার জ্বালা। চার্লির অভিনয়ের জীবন যতটা ছিল বর্ণময়, ঠিক ততটাই কঠিন ছিল তাঁর বাস্তব জীবন। যে মানুষটা কথা না বলেই হাজার হাজার মানুষকে ভালো রাখার কৌশল জানতেন, তিনি নিজে কোনও দিন মেলাতে পারেননি ভালো থাকার সমীকরণ। 

আরও পড়ুনঃ 'প্রশাসনের আইন অমান্য করলেই সেনা নামাতে হবে ', কড়া ভাষায় হুমকি সলমনের

তবে কথার পৃষ্ঠে কথাটা চ্যাপলিন ভালোই বলতে পারতেন। দর্শকেরা তাঁর মুখের শব্দ না শুনতে পেলেও একাধিকবার অভিনেতা প্রমাণ করেছেন, অভিনয়ের মতই ধারালো তাঁর উপস্থিত বুদ্ধি। মালুম পেয়েছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনও। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন চার্লির ভিষণ ভক্ত। তাঁকে সামনে থেকে দেখতে বলেই ফেলেছিলেন, আপনি কিছুই বলেন না, কিন্তু আপনার কথা সবাই বুঝতে পারে। 



মুহূর্তে চ্যাপলিন দিয়েছিলেন পাল্টা জবাব। আপনি অনেক কিছুই বলেন, কিন্তু অধিকাংশই তা বুঝে উঠতে পারে না। চ্যাপলিনের এই মজার ছলে দেওয়া উত্তরই প্রমাণ করেছিল তাঁর উপস্থিত বুদ্ধি। চ্যাপলিন নিজের জীবনে সুখের আলো সেভাবে কখনই দেখতে পাননি। তবে অভিনয়ের জন্য, পর্দার সামনে থাকতে নিজেকে উজার করে দিয়েছিলেন। তাঁর জীবনে এমনই অনেক টুকরো গল্প জড়িয়ে রয়েছে, যা আজও সাড়া ফেলে ভক্ত মহলে। 
 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

Latest Videos

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র