'মানি হাইস্ট'র অভিনেত্রী করোনা পজিটিভ, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

Published : Apr 15, 2020, 10:18 PM ISTUpdated : Apr 15, 2020, 10:22 PM IST
'মানি হাইস্ট'র অভিনেত্রী করোনা পজিটিভ, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

মানি হাইস্টের অভিনেত্রী ইটজ্যায়ার ইতুনো আক্রান্ত করোনায়। এই মুহূর্তে দেশ-বিদেশের প্রতিটি সিরিজের মধ্যে সবচেয়ে চর্চিত সিরিজ। নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচের মধ্যে এই সিরিজের নাম শীর্ষে। সেই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র রাকেল মুরিওয়র চরিত্রে অভিনয় করছেন ইটজ্যায়ার।

মানি হাইস্ট। সবচেয়ে চর্চিত সিরিজের মধ্যে সেরা। নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচিং সিরিজ গুলির মধ্যে প্রথমেই রয়েছে মানি হাইস্টের নাম। এই স্প্যানিশ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর রাকেল মুরিওয়র চরিত্রে অভিনয় করছেন স্প্যানিশ অভিনেত্রী ইটজ্যায়ার ইতুনো। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে জানান করোনা পজিটিভ তিনি।

আরও পড়ুনঃআজও কি বিক্রমকেই দায়ী করা হয় সনিকার মৃত্যুর জন্য, ফিরে দেখা সেই মর্মান্তিক রাত

এক আবেগভরা পোস্টে তিনি জানান, "আমার মধ্যে গত শুক্রবার থেকে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছিল। আজ টেস্টের পর জানতে পারলাম আমি করোনা পজিটিভ।" ৪৫ বছর বয়সী অভিনেত্রী নিজের ভক্তদের জানান, তাঁকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
 
আরও পড়ুনঃ"নিজের দেশকে ভালবাসলে এখনই ব্যান করুন টিকটক", ভিডিও পোস্টে মনামিকে তোপ নেটিজেনের

এখনও পর্যন্ত বিদেশের বিনোদন জগতে একে একে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তের তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে। 


আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার